Tranding

02:41 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / সন্দেশখালির পর হিঙ্গলগঞ্জ পর্যন্ত বন্ধ হল ইন্টারনেট

সন্দেশখালির পর হিঙ্গলগঞ্জ পর্যন্ত বন্ধ হল ইন্টারনেট

জানা গিয়েছে, সন্দেশখালির বর্ডার লাগোয়া যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে হিঙ্গলগঞ্জ সেখানেই বন্ধ করা হয়েছে। সন্দেশখালির কোনও রকম প্রভাব যাতে পাশ্ববর্তী এই অঞ্চলে না পড়ে সেই কারণেই প্রশাসনের এই সিদ্ধান্ত বলেই অনুমান। যেহেতু এই অঞ্চল সীমান্ত এলাকায় অবস্থিত তাই এই জায়গায় প্রশাসন আরও নজরদারি বাড়াচ্ছে।

সন্দেশখালির পর হিঙ্গলগঞ্জ পর্যন্ত বন্ধ হল ইন্টারনেট

সন্দেশখালির পর হিঙ্গলগঞ্জ পর্যন্ত বন্ধ হল ইন্টারনেট

 
Feb 12, 2024 


 সন্দেশখালিতে এমনিতেই চলছে ১৪৪ ধারা। বন্ধ রয়েছে ইন্টারনেট। এবার হিঙ্গলগঞ্জেও প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা। ‘উত্তপ্ত’ সন্দেশখালির আঁচ যাতে সীমান্তবর্তী এই এলাকায় না পড়ে সেই কারণেই পরিষেবা বন্ধ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

জানা গিয়েছে, সন্দেশখালির বর্ডার লাগোয়া যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে হিঙ্গলগঞ্জ সেখানেই বন্ধ করা হয়েছে। সন্দেশখালির কোনও রকম প্রভাব যাতে পাশ্ববর্তী এই অঞ্চলে না পড়ে সেই কারণেই প্রশাসনের এই সিদ্ধান্ত বলেই অনুমান। যেহেতু এই অঞ্চল সীমান্ত এলাকায় অবস্থিত তাই এই জায়গায় প্রশাসন আরও নজরদারি বাড়াচ্ছে।

গত বৃহস্পতিবার থেকে উত্তপ্ত পরিস্থিতি হয় সন্দেশখালিতে। শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে ফুঁসছেন সন্দেশখালির একটি বড় অংশের মানুষ। দেখা যায় চরম জনরোষ। এরপর গত বৃহস্পতিবার সেই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই এবার কড়া পদক্ষেপ প্রশাসনের। সন্দেশখালিতে জারি করা হয় ১৪৪ ধারা। সন্দেশখালি ১ এবং ২ এলাকা জুড়ে মোট ১৬ টি পঞ্চায়েত জুড়ে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানায় প্রশাসন। ইন্টারনেট পরিষেবাও বন্ধ করা হচ্ছে সন্দেশখালিতে।

Your Opinion

We hate spam as much as you do