Tranding

01:41 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / নৈহাটিতে মহালয়ার দিন তৃণমূল গোষ্ঠীদ্বন্দে আহত যুবকের মৃত্যু

নৈহাটিতে মহালয়ার দিন তৃণমূল গোষ্ঠীদ্বন্দে আহত যুবকের মৃত্যু

যুবকের নাম অজয় প্রসাদ বলে জানা গেছে। অজয় তৃণমূলের ট্রেড ইউনিয়ন নেতা বিষ্ণু অধিকারীর গোষ্ঠীর ছেলে বলে পরিচিত। পুলিশ যে দুজনকে আটক করেছে তাতে রয়েছে নৈহাটি আর বি সি কলেজের ছাত্র নেতা দেবতনু মুখার্জি ওরফে ঋষি, তার সঙ্গী অভিজিৎ ব্যানার্জিকেও পুলিশ আটক করেছে। ছাত্রনেতা দেবতনু মুখার্জি টিএমসিপি রাজ্য সভাপতির প্রিয় পাত্র বলে জানা গেছে ।

নৈহাটিতে মহালয়ার দিন তৃণমূল গোষ্ঠীদ্বন্দে আহত যুবকের মৃত্যু

নৈহাটিতে মহালয়ার দিন তৃণমূল গোষ্ঠীদ্বন্দে আহত যুবকের মৃত্যু 


October 2, 2024


মহালয়া উপলক্ষে পটকাবাজি ফাটানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছিল। একজনকে গুরুতর অবস্থায় প্রথমে কল্যানী জেএনএম হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রেফার করা হয় এন আর এস হাসপাতালে। সেখানে তার অবস্থা ভীষণ শোচনীয় ছিল।
সেই যুবকের আজ সকালে মৃত্যু হয়েছে।
 যুবকের নাম অজয় প্রসাদ বলে জানা গেছে। অজয় তৃণমূলের ট্রেড ইউনিয়ন নেতা বিষ্ণু অধিকারীর গোষ্ঠীর ছেলে বলে পরিচিত। পুলিশ যে দুজনকে আটক করেছে তাতে রয়েছে নৈহাটি আর বি সি কলেজের ছাত্র নেতা দেবতনু মুখার্জি ওরফে ঋষি, তার সঙ্গী অভিজিৎ ব্যানার্জিকেও পুলিশ আটক করেছে। ছাত্রনেতা দেবতনু মুখার্জি টিএমসিপি রাজ্য সভাপতির প্রিয় পাত্র বলে জানা গেছে ।


সূত্রে জানা গেছে যে, আরবিসি কলেজের টিএমসিপি ছাত্ররা মহালয়াকে সামনে রেখে বনভোজনের আয়োজন করেছিল। ঠিক তার উল্টোদিকে বিষ্ণু অধিকারীর ছেলেরা বনভোজনের আয়োজন করেছিল। ভোরবেলা পটকা বাজানো নিয়ে দুই গোষ্ঠীতে প্রথমে বচসা হয় ।পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই গোষ্ঠীর যুবকরা। সেই হাতাহাতি পরের দিকে বাঁশ দিয়ে পেটাপেটি শুরু হয়। এই বাঁশের হামলায় অজয় প্রসাদ বলে এক যুবক আহত হন। পাশাপাশি আহত হয়েছিলেন আরো ৩ জন– আকাশ রাজভর, শিবা বাল্মীকি ও সুমিত গোন্ড।


সিপিএম নেত্রী গার্গী চ‍্যাটার্জী জানান বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের
বাড়ির ৫০০ মিটারের মধ্যে তারই স্নেহধন্য ছাত্র তৃণমূল এর সঙ্গে শ্রমিক তৃণমূলের মারপিট। একটি যৌবনের মৃত্যু হল।. স্কুল প্রাক্তনীদের মিছিলে ছিল ব্যাপক হামলা কদিন আগে তিলোত্তমার বিচারের দাবিতে। এই নৈহাটিতেই। আর তৃণমূল নেতারা বলে নৈহাটিতে শান্তি আছে।
তিনটে টার্ম ক্ষমতায় তো আপনারাই আছেন। উত্তর কে দেবে.......আর পুলিশ  পার্টি কর্মীতে পরিণত হয়েছে।

মৃত অজয় প্রসাদের বাড়ির লোকের দাবি দেবতনু ও তার ছেলেরা হামলা চালিয়েছে। তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে পুলিশ দেবতনু ও তার সহযোগীকে আটক করেছে। 

Your Opinion

We hate spam as much as you do