Tranding

03:46 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / ভাটপাড়া রিলায়েন্স জুটমিল বিশ্বকর্মা পুজোর মুখে বন্ধ হয়ে গেল

ভাটপাড়া রিলায়েন্স জুটমিল বিশ্বকর্মা পুজোর মুখে বন্ধ হয়ে গেল

এদিন সকালে কারখানা চত্বরে গিয়ে দেখা যায়, গেটের দু’দিকে কলা গাছ লাগানো হয়েছে। যন্ত্রের দেবতার পুজোকে কেন্দ্র করে কারখানার ভিতরের অংশেও সাজানোর কাজ শুরু করেছিলেন শ্রমিকেরা। কিন্তু সাত সকালে অশান্তির জেরে আচমকা কারখানা বন্ধ হয়ে যাওয়ায় মন ভাল নেই শ্রমিকদের।

ভাটপাড়া রিলায়েন্স জুটমিল বিশ্বকর্মা পুজোর মুখে বন্ধ হয়ে গেল

ভাটপাড়া রিলায়েন্স জুটমিল বিশ্বকর্মা পুজোর মুখে বন্ধ হয়ে গেল 


Sep 17, 2023 


রাত পোহালে বিশ্বকর্মা পুজো। বিভিন্ন কল কারখানায় যন্ত্রের দেবতার আরাধনায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এমন আবহে রবিবার বিশ্বকর্মা পুজোর আগের দিনে হঠাৎই বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুটমিল (Bhatpara Reliance Jute Mill)। ঘটনার জেরে এলাকার শ্রমিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সামনে দুর্গা পুজো। তার আগে এভাবে মিল বন্ধ হয়ে যাওয়ায় চরম উৎকন্ঠা তৈরি হয়েছে শ্রমিকদের পরিবারেও।


জানা গেছে, সম্প্রতি মিলের (Bhatpara Reliance Jute Mill) এক শ্রমিকের সঙ্গে কর্তৃপক্ষের বিবাদ হয়। আর সেই বিবাদ থেকে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। এরপর বিষয়টি গড়ায় পুলিশ পর্যন্ত। অভিযুক্ত শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয় । যদিও পরে বিষয়টি মীমাংসা হয়ে গিয়েছিল বলে শ্রমিকদের দাবি।
শ্রমিকরা জানান, পরে বিষয়টি মীমাংসা হয়ে গিয়েছিল। কিন্তু রবিবার সকালে সমস্ত শ্রমিকরা কাজে যোগ দিতে এলে অভিযুক্ত ওই শ্রমিককে কাজে যোগ দিতে বাধা দেয় মিল কর্তৃপক্ষ।


তা নিয়েই দু’তরফের মধ্যো বচসা শুরু হয়। এরপরই শ্রমিকরা কারখানার সমস্ত রকম উৎপাদন বন্ধ করে মিল থেকে বেরিয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় মিলটি। আর পুজোর মুখে হঠাৎ করে এই মিলটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে এই মিলের সমস্ত শ্রমিকরা।

বস্তুত, আর পাঁচটা কারখানার মতো ভাটপাড়ার এই জুট মিলেও বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে যাবতীয় আয়োজন সারা হয়েছে। এদিন সকালে কারখানা চত্বরে গিয়ে দেখা যায়, গেটের দু’দিকে কলা গাছ লাগানো হয়েছে। যন্ত্রের দেবতার পুজোকে কেন্দ্র করে কারখানার ভিতরের অংশেও সাজানোর কাজ শুরু করেছিলেন শ্রমিকেরা। কিন্তু সাত সকালে অশান্তির জেরে আচমকা কারখানা বন্ধ হয়ে যাওয়ায় মন ভাল নেই শ্রমিকদের। তাঁদের অভিযোগ, পুজোর মুখে যাতে বোনাস না দিতে হয় তাই কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ঝামেলা করে কারখানা বন্ধ করতে বাধ্য করাল। যদিও এই বিষয়ে কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Your Opinion

We hate spam as much as you do