পলতা পি. এন. দাস কলেজের মাঠে মোট আটটি কলেজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফাইনালে হাবরা শ্রীচৈতন্য মহাবিদ্যালয়কে ২-০ সেটে হারিয়ে বিজয়ী হয় পি.এন. দাস কলেজ।
আন্তঃ কলেজ ভলিবল প্রতিযোগিতায় জয়ী পি. এন. দাস কলেজ, পলতা
12 নভেম্বর 2024
আজ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির মধ্যে আন্তঃ কলেজ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পলতা পি. এন. দাস কলেজের মাঠে মোট আটটি কলেজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফাইনালে হাবরা শ্রীচৈতন্য মহাবিদ্যালয়কে ২-০ সেটে হারিয়ে বিজয়ী হয় পি.এন. দাস কলেজ।
বিজয়ী ও বিজিত দুই দলকে সম্বর্ধিত করেন পি.এন. দাস কলেজের অধ্যক্ষ ডঃ শর্মিলা দে এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অধিকর্তা ডঃ অনির্বাণ সরকার। এর পর ডঃ সরকার ও বিশ্ববিদ্যালয় ভলিবল দলের নির্বাচক শ্রী সুবীর বিশ্বাসের উপস্থিতিতে সর্বভারতীয় ভলিবল প্রতিযোগিতার জন্য ১৬ জনের বিশ্ববিদ্যালয় দল নির্বাচিত হয়।
We hate spam as much as you do