Tranding

05:17 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / অগ্নিপথ বিক্ষোভে, ব্যারাকপুরে রেল অবরোধ

অগ্নিপথ বিক্ষোভে, ব্যারাকপুরে রেল অবরোধ

শনিবার সকালে ব্যারাকপুর স্টেশনে অবরোধ করেন বিক্ষোভকারীরা। তার জেরে শিয়ালদহ মেইন শাখার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। দীর্ঘক্ষণ ধর অবরোধ চলছে। তার জেরে একাধিক স্টেশনে আটকে রয়েছে আপ এবং ডাউন ট্রেন।

অগ্নিপথ বিক্ষোভে, ব্যারাকপুরে রেল অবরোধ

অগ্নিপথ বিক্ষোভে, ব্যারাকপুরে রেল অবরোধ

18th june 2022

অগ্নিপথ আন্দোলনর প্রভাব এবার পড়ল পশ্চিমবঙ্গেও। শনিবার সকালে ব্যারাকপুর স্টেশনে অবরোধ করেন বিক্ষোভকারীরা। তার জেরে শিয়ালদহ মেইন শাখার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। দীর্ঘক্ষণ ধর অবরোধ চলছে। তার জেরে একাধিক স্টেশনে আটকে রয়েছে আপ এবং ডাউন ট্রেন। কয়েকদিন আগেই নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্য জুড়ে রেল অবরোধ হয়েছিল। তার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল ট্রেন চলাচল।


সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করেছে মোদী সরকার তার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। বিজেপি শাসিত একাধিক রাজ্যে বিক্ষোভের আগুন ছড়িয়েছে। গত তিন দিন ধরে বিহার, উত্তর প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। একাধিক স্টেশনে ভাঙচুর করা হয়েছে। একাধিক ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বিহারে সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে। গত তিনদিন ধরে বিহারের বিভিন্ন রেলস্টেশনে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে চলেছে। এখনও পর্যন্ত শুধু বিহারে ২৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।


উত্তর প্রদেশেও বিক্ষোভের আঁচ চড়িয়েছে। উত্তর প্রদেশের একাধিক জায়গায় স্টেশনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগ্রা-দিল্লি জাতীয় সড়ক অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ দেখিয়েছেন বিক্ষোভকারীরা। আলিগড়ে সড়ক অবরোধ করে একাধিক গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। উত্তর প্রদেশের সব রেলস্টেশনে সতর্কতা জারি করা হয়েছে। রেলের নিরাপত্তারক্ষীদের ছুটি বাতিল করা হয়। উত্তর প্রদেশে শুধু মাত্র ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে হিংসাত্মক বিক্ষোভ আন্দোলনের জেরে।

 

দক্ষিণ ভারতের রাজ্য তেলঙ্গানাতেও বিক্ষোভের আগুন ছড়িয়েছে। গতকাল হায়দরাবাদের সেকেন্দ্রাবাদ স্টেশনে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। ইস্টকোস্ট এক্সপ্রেসে আগুন ধরিয়ে দেওয়া হয় তাতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। হায়দরাবাদের একাধিক জায়গায় বিক্ষোভের আঁচ দেখা গিয়েছে। পুলিশ ১৭ রাউন্ড গুলি চালিয়েছে বলে অভিযোগ। পুলিশের গুলিতে ১ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। কাঁদানে গ্যাস, পুলিশের লাঠি, জলকামান চলেছে তেলঙ্গানায়।

Your Opinion

We hate spam as much as you do