মূলত জেলার ৭টি ব্লক (মিনাখাঁ , হাড়োয়া, বাদুড়িয়া, বসিরহাট- ১ , বসিরহাট- ২ ও সন্দেশখালি ১ এবং সন্দেশখালি ২ এর ৮টি গ্রাম পঞ্চায়েত জুড়ে এই জনসচেতনতা মূলক কর্মসূচি চালানো হবে।
বসিরহাটে জাতীয় ডাক্তার দিবস উপলক্ষে ১লা -১৫ই জুলাই জনসচেতনতা কর্মসুচী
বসিরহাট স্বাস্থ্য জেলার করোনা প্রতিরোধে এক অভিনব প্রয়াস
জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, বসিরহাট স্বাস্থ্য জেলা ও আন্তর্জাতিক শিশু অধিকার সংগঠন সেভ দ্য চিলড্রেন ইন্ডিয়ার যৌথ উদ্যোগে ১ লা জুলাই থেকে ১৫ই জুলাই দু সপ্তাহ ব্যাপী একটি জনসচেতনতা মূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মূলত জেলার ৭টি ব্লক (মিনাখাঁ , হাড়োয়া, বাদুড়িয়া, বসিরহাট- ১ , বসিরহাট- ২ ও সন্দেশখালি ১ এবং সন্দেশখালি ২ এর ৮টি গ্রাম পঞ্চায়েত জুড়ে এই জনসচেতনতা মূলক কর্মসূচি চালানো হবে।
সেভ দ্য চিলড্রেন আন্তর্জাতিকভাবে কাজ করার পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ দেশের অনেকগুলি রাজ্যে শিশুদের সামগ্রিক উন্নয়নের উদ্দেশ্যে কাজ করে চলেছে।
উত্তর ২৪ পরগনা জেলা ও ব্লক প্রশাসনের সহযোগিতায় এই বিশেষ উদ্যোগ করা হয়েছে। এই সচেতনতা মূলক প্রচারে মূলত করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের কর্তব্য
ও আচরণ , হাত ধোয়া সংক্রান্ত স্বাস্থ্যবিধি ও করোনা টিকাকরণ গুরুত্ব ত্ত উপযোগিতা সম্পর্কে এলাকার মানুষজন কে সচেতন করার প্রয়াস নেওয়া হবে।
We hate spam as much as you do