মাটিয়া গ্রামে দিদির বাড়িতে বেড়াতে এসেছিল সে। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত যুবক উপহারের লোভ দেখিয়ে কিশোরীকে বাইকে করে মাটিয়া গ্রামের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানেই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ
উপহারের লোভ দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, ধৃত ২
উপহারের লোভ দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বসিরহাটের ঘটনা। নির্যাতিতা আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর যৌনাঙ্গে অস্ত্রোপচার হয়েছে। ঘটনায় মূল অভিযুক্ত সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী মাটিয়া থানার নেহালপুরের বাসিন্দা। মাটিয়া গ্রামে দিদির বাড়িতে বেড়াতে এসেছিল সে। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত যুবক উপহারের লোভ দেখিয়ে কিশোরীকে বাইকে করে মাটিয়া গ্রামের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানেই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। রাতে বাড়ি না ফেরায় শুক্রবার ভোরে মাটিয়া থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর পরিবারের লোকজন। এরপর নির্যাতিতার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। পরে কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযুক্ত শহর আলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া কিশোরীর এক আত্মীয়াকেও গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ধৃতদের আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের ৬ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।
We hate spam as much as you do