নির্বাচনের সময় সাধারণ মানুষকে সন্ত্রাসের আবহাওয়া থেকে সুস্থ পরিবেশ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে এই সাংস্কৃতিক সমাবেশ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারল
বারাকপুরে বাম লেখক,শিল্পীদের পদযাত্রায় সুস্থতা ফিরল - অধ্যক্ষ দেবাশীষবাবুর সমর্থনে। সকালে সংঘর্ষের বিভৎসতার পর বিকালে ফিরল সুস্থ পরিবেশ।
বারাকপুরে সকালবেলা মনোনয়ন জমা দেবার সময় ইচ্ছাকৃতভাবে বিভৎস কুৎসিত সংঘর্ষে লিপ্ত হল। যদিও বিজেপি তৃণমূলের উভয় পক্ষই পরস্পরকে সমাজবিরোধী বলে দোষারোপ করেছে। বারাকপুরে গুলি চলেছে। সাধারন পথচারী বিভ্রান্ত হয়েছেন। মানুষ একেবারে পরিপূর্ণ জনপদে এই সংঘর্ষকে দায়িত্বজ্ঞানহীন বলেছেন।
আগে থেকেই কর্মসূচি ছিল। বারাকপুরের আর্টিস্ট এন্ড রাইটার্স ফোরামের উদ্যোগে শিল্পী, সাহিত্যিক , নাট্যকার, অভিনেতারা এক পদযাত্রা করেন। তারা বামপ্রার্থীকে ভোট দিতে আহ্বান জানান। বিশেষ উপস্থিতি ছিল অভিনেত্রী শ্রীলেখা মিত্রের।
সঙ্গে ছিলেন প্রার্থী অধ্যক্ষ ডঃ দেবাশীষ ভৌমিক , প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদার । মিছিল শেষে চন্দনপুকুর বাজার মোড়ে সভা হয়।
সবচেয়ে বড় কথা নির্বাচনের সময় সাধারণ মানুষকে সন্ত্রাসের আবহাওয়া থেকে সুস্থ পরিবেশ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে এই সাংস্কৃতিক সমাবেশ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারল বলে ওয়াকিবহাল মহলের ধারনা ।
We hate spam as much as you do