অভিযোগ ওঠে দুষ্কৃতীরা খুন করে ফেলে রেখে গেছে।এবারও সেই একই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই গ্রামবাসীদের মনে তৈরি হয়েছে আতঙ্ক।তাদের অভিযোগ কোড়াকাটি, দূর্গামণ্ডপ,জেলিয়াখালি ইত্যাদি এলাকাগুলি দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে।পাশাপাশি স্থানীয় দুষ্কৃতীদের সাথে বহিরাগত দুষ্কৃতীদের যোগাযোগের কারনেই একের পর এক মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় নদীমাতৃক সন্দেশখালির আনাচে কানাচে।
সন্দেশখালিতে ক্ষতবিক্ষত যুবকের মৃতদেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা:বসিরহাট,৫ জুলাই-
সোমবার ভোর রাতে বসিরহাট পুুলিশ জেলার অধীন সন্দেশখালি থানার দূর্গামন্ডপ এলাকায় একটি পুকুরের ধার থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে সন্দেশখালি থানার পুলিশ। সেই সাথে মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় একটি মোটরবাইকও। পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম জ্যোতির্ময় মন্ডল।বয়স আনুমানিক ২৫-৩০'র মধ্যে।বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ছোট মোল্লাখালি এলাকায়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বসিরহাট জেলা হাসপাতালে।ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।কি কারণে ওই যুবক সন্দেশখালির দূর্গামন্ডপ এলাকায় এলো পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।মৃত ব্যক্তির হাতে ও মাথায় একাধিক ক্ষতচিহ্ন রয়েছে।দুষ্কৃতীরা খুন করে দুর্গামণ্ডপ এলাকায় ফেলে দিয়ে গিয়েছে বলে প্রাথমিক অনুমান গ্রামবাসীদের।মাস দুয়েক আগে আধ কিমি দূরে কোড়াকাটিতে এমনিভাবে একটি মৃতদেহ উদ্ধার হয়।অভিযোগ ওঠে দুষ্কৃতীরা খুন করে ফেলে রেখে গেছে।এবারও সেই একই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই গ্রামবাসীদের মনে তৈরি হয়েছে আতঙ্ক।তাদের অভিযোগ কোড়াকাটি, দূর্গামণ্ডপ,জেলিয়াখালি ইত্যাদি এলাকাগুলি দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে।পাশাপাশি স্থানীয় দুষ্কৃতীদের সাথে বহিরাগত দুষ্কৃতীদের যোগাযোগের কারনেই একের পর এক মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় নদীমাতৃক সন্দেশখালির আনাচে কানাচে।যদিও এদিনের ঘটনায় মোটরবাইকটি যে মৃত যুবক জ্যোতির্ময়ের তা তাঁর পরিবারের পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে বলে থানার ওসি নয়ন চক্রবর্তী জানান।
ছবি:মৃত যুবক জ্যোতির্ময় মণ্ডল।
We hate spam as much as you do