Tranding

02:54 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / এপিসি কলেজে বিক্ষোভরত পড়ুয়াদের উপর তৃণমূল ছাত্র পরিষদের অতর্কিত হামলা, বেধড়ক মারে জখম ৬

এপিসি কলেজে বিক্ষোভরত পড়ুয়াদের উপর তৃণমূল ছাত্র পরিষদের অতর্কিত হামলা, বেধড়ক মারে জখম ৬

কলেজ ফি কমানোর দাবিতে বিক্ষোভে সামিল ছিলেন ছাত্র-ছাত্রীরা। অভিযোগ, সেই সময় হঠাৎই হামলা চালায় তৃণমূল ছাত্র-পরিষদ। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

এপিসি কলেজে বিক্ষোভরত পড়ুয়াদের  উপর তৃণমূল ছাত্র পরিষদের অতর্কিত হামলা, বেধড়ক মারে জখম ৬

এপিসি কলেজে বিক্ষোভরত পড়ুয়াদের  উপর তৃণমূল ছাত্র পরিষদের অতর্কিত হামলা, বেধড়ক মারে জখম ৬
 

    

New Barrackpore: কলেজ ফি কমাতে বিক্ষোভ দেখাচ্ছিলেন পড়ুয়ারা।
 বিক্ষোভরত পড়ুয়াদের উপর অতর্কিতে হামলা তৃণমূল ছাত্র পরিষদের, বেধড়ক মারে জখম ৬


 কলেজ ফি কমানোর দাবিতে বিক্ষোভে সামিল ছিলেন ছাত্র-ছাত্রীরা। অভিযোগ, সেই সময় হঠাৎই হামলা চালায় তৃণমূল ছাত্র-পরিষদ। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

নিউ ব্যারাকপুর এপিসি কলেজের ঘটনা। আজ চতুর্থ ও পঞ্চম সেমিস্টারে ভর্তির ফর্মের দাম কমানো নিয়ে কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা। অভিযোগ সেই সময় হঠাৎই তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা এসে হামলা করে বিক্ষোভকারীদের উপর। যার জেরে আহত হয় ছয়জন বিক্ষোভকারী। যদিও, গোটা ঘটনার দায় নিতে অস্বীকার করেছেন বিক্ষোভকারীরা।

তৃণমূল ছাত্র পরিষদের দাবি, যাঁরা বিক্ষোভ দেখাচ্ছে তাঁরা সাধারণ ছাত্র-ছাত্রী নয়। প্রত্যেকেই এসএফআইয়ের সঙ্গে যুক্ত। তারা কলেজের পরিবেশ নষ্ট করছে। বিক্ষোভরত এক ছাত্রী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। কলেজের অধ্যক্ষ আমাদের কোনও কথাই শুনছেন না। আমরা ওনার কাছে লিখিত আকারে জমা দিয়েছি। কিন্তু উনি সেই চিঠি খুলেও দেখননি। আজ সকালে যখন আমরা বিক্ষোভ দেখাচ্ছিলাম সেই সময় হঠাৎ তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা এসে আমাদের ছেলেদেরকে মারতে শুরু করে। ওরা প্রথমে আমাদের মেয়েদের গায়ে হাত না দিলেও পরে আমাদের গায়ে হাত তোলে। সঙ্গে মহিলাদের উদ্দেশে রীতিমত কটূক্তি করতে থাকে। আমরা এখানে সবাই সাধারণ ছাত্র-ছাত্রী। অথচ ওরা রাজনীতির রঙ চড়িয়ে দিয়ে আমাদের আন্দোলনকে অন্যদিকে নিতে চাইছে।”

ছবি tv9

Your Opinion

We hate spam as much as you do