সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আজ জেলার দুই প্রান্তে বিধান নগর স্বাস্থ্য দপ্তরে এবং ব্যারাকপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে
স্বাস্থ্য ভবন থেকে বারাকপুর , ভ্যাকসিন কাণ্ডে বামেদের বিক্ষোভ গ্রেপ্তা্রবরন
গোটা রাজ্য জুড়ে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে জড়িত দেবাঞ্জনের প্রত্যক্ষ সম্পর্ক শাসক তৃনমূল কংগ্রেসের পরিচালিত পুরসভার গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সাথে এবং এটাও প্রমানিত যে জাল আইএএস এর সাথে তৃণমূল নেতাদের যোগাযোগের প্রমান মিলছে । এছাড়া বিভিন্ন পুরসভা পঞ্চায়েতে যে ভাক্সিনএর কুপন তৃণমূল অফিস থেকে বিলি করা হচ্ছে । এই বণ্টনের ক্ষেত্রেও চূড়ান্ত স্বজনপোষণের অভিযোগ আসছে । সেই কারনে সোমবার সিপিয়াইএম এর পক্ষ থেকে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচী নেওয়া হয়েছে । রাজ্য সম্পাদক ডাঃ সূর্যকান্ত মিশ্র বলেন কোথাও ভ্যাকসিন যদি জাল হয় , তাহলে সমস্ত যায়গায় ভ্যাকসিনের প্রতি মানুষের বিশ্বাস চলে যাবে । যা রোগীর রোগ নিরাময়ের ক্ষেত্রে মারাত্বক ক্ষতিকর হয় ।
সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আজ জেলার দুই প্রান্তে বিধান নগর স্বাস্থ্য দপ্তরে এবং ব্যারাকপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে ।
এদিন ভ্যাকসিন কান্ডে দেবাঞ্জন সহ বিভিন্ন দুর্নীতির যে মারাত্মক অভিযোগ আসছে তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহনের দাবীতে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে সল্টলেক স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন সিপিআই এম রাজ্য নেতা পলাশ দাশ, মহিলা নেত্রী রমলা চক্রবর্তী নিউটাউনের বাম প্রার্থী সপ্তর্ষী দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ চলাকালীন উত্তেজন চরমে উঠলে পুলিশ নেতবৃন্দকে গ্রেপ্তার করে। এমনকি মহিলা কর্মীরাও গ্রেপ্তার বরণ করে। মোট ৬৬ জন গ্রেপ্তার বরণ করেন । পলাশ দাস , রমলা চক্রবর্তী ও সপ্তর্ষী দেব এর বিরুদ্ধে পুলিশ কেস করে । প্রায় তিন শতাধিক মানুষ এই বিক্ষোভে অংশ নেন।
এদিকে ব্যারাকপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি ব্যারাকপুর চিড়িয়া মোড় থেকে মিছিল করে ব্যারাকপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশনে যায় সেখানে পুলিশ প্রশাসন মহকুমার শাসক ভবনে গেট আটকে দেয় তারপরে পুলিশ প্রশাসন এবং বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি এবং গেট ধাক্কাধাক্কি চলে রেড ভলেন্টিয়ার এবং সিপিএম কর্মীদের দাবি ছিল ভ্যাকসিন কেলেঙ্কারির সাথে যুক্ত দের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং সজন পোষণ না করে সঠিকভাবে তদন্ত করে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে এবং ভ্যাকসিন নিয়ে যে দলবাজি চলছে সর্বত্র সেই দলবাজি বন্ধ করে সর্বসাধারণের জন্য ভ্যাকসিন এর ব্যবস্থা করতে হবে।
এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদিকা গার্গী চ্যাটার্জী ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদার এবং সিপিআইএম নেতা সন্তোষ ব্যানারজি , অনির্বাণ ভট্টাচার্য, পারভেজ রহমান বিশ্বাস, সোমনাথ সর্রকার, দেবজ্যোতি দাস এছাড়াও রেড ভলেন্টিয়ার এর কর্মীরা সহ বিভিন্ন অঞ্চলে সিপিআইএমের কর্মী নেতৃত্বরা পরে বিক্ষোভ চলাকালীন বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়ে এবং এস ডি ও ব্যারাকপুরের প্রতিনিধি এসে নেতৃত্বের সাথে কথা বলেন তাদের বক্তব্য ভ্যাকসিন নিয়ে যে দলবাজি হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সর্বসাধারণের জন্য গণ ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে।
We hate spam as much as you do