Tranding

12:19 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / পলতায় ট্রেন দূর্ঘটনায় আহত ছাত্রীকে উদ্ধার করে ২ সিপিএম কর্মী, আজ অভিজিৎ গাঙ্গুলী তাকে দেখে এলেন

পলতায় ট্রেন দূর্ঘটনায় আহত ছাত্রীকে উদ্ধার করে ২ সিপিএম কর্মী, আজ অভিজিৎ গাঙ্গুলী তাকে দেখে এলেন

পলতা স্টেশনে শ্যামনগরের বাসিন্দা ছাত্রীটি কলেজে পড়তে যাওয়ার সময় পলতা স্টেশনে ট্রেন থেকে পড়ে যাওয়ার পর মেয়েটি দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় দীর্ঘক্ষণ ওইখানেই পড়েছিল। প্রথমে প্রাথমিকভাবে কেউ এগিয়ে আসেনি। তখন উত্তর বারাকপুর পৌরসভা অঞ্চলের সিপিআইএম কর্মী বাপি পাল এবং ধীমান সরকার তৎক্ষণাৎ ব্যবস্থা নেন এবং আরো কয়েকজন কে সাথে নিয়ে তারাই দ্রুত স্থানীয় বি এন বোস হাসপাতালে মেয়েটিকে নিয়ে যান এবং চিকিৎসা শুরু হয়।

পলতায় ট্রেন দূর্ঘটনায় আহত ছাত্রীকে উদ্ধার করে ২ সিপিএম কর্মী, আজ অভিজিৎ গাঙ্গুলী তাকে দেখে এলেন

পলতায় ট্রেন দূর্ঘটনায় আহত ছাত্রীকে উদ্ধার করে ২ সিপিএম কর্মী, আজ অভিজিৎ গাঙ্গুলী তাকে দেখে এলেন


11 Sep 2023


গত ৭ সেপ্টেম্বর দুপুরে উত্তর ২৪ পরগনার পলতা স্টেশনে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নীচে চলে যান পুনম ভার্মা নামে মহাদেবানন্দ কলেজের ওই ছাত্রী। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বি এন বোস হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় আরজি কর মেডিক্যালে স্থানান্তিরত করা হয় তাঁকে। সেখানে চিকিৎসকরা অস্ত্রোপচার করে ছাত্রীর একটি পা ও অন্য পায়ের আঙুল বাদ দেন।


পলতা স্টেশনে শ্যামনগরের বাসিন্দা ছাত্রীটি কলেজে পড়তে যাওয়ার সময় পলতা স্টেশনে ট্রেন থেকে পড়ে যাওয়ার পর মেয়েটি দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় দীর্ঘক্ষণ ওইখানেই পড়েছিল। প্রথমে প্রাথমিকভাবে কেউ এগিয়ে আসেনি। তখন উত্তর বারাকপুর পৌরসভা অঞ্চলের সিপিআইএম কর্মী বাপি পাল এবং ধীমান সরকার তৎক্ষণাৎ ব্যবস্থা নেন এবং আরো কয়েকজন কে সাথে নিয়ে তারাই দ্রুত স্থানীয় বি এন বোস হাসপাতালে মেয়েটিকে নিয়ে যান এবং চিকিৎসা শুরু হয়। সেখানে প্রাথমিকভাবে চিকিৎসা হলেও অবস্থার অবনতি ঘটায় তাকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও সারাদিন দুই সিপিএম বাপি এবং ধীমান উপস্থিত ছিলেন। তারপর মেয়েটির বন্ধুরা আসেন ধীরে ধীরে আত্মীয়-স্বজনরাও আসেন। সমস্ত রকম সহযোগিতা করে তারপর বাপি পাল এবং ধীমান সরকার বাড়িতে ফেরেন। 

 
দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে দেখতে সোমবার হাসপাতালে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সার্জারি বিল্ডিংয়ে ছাত্রীর সঙ্গে দেখা করেন তিনি। এর পর কথা বলেন হাসপাতালের ডেপুটি সুপারের সঙ্গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘ছাত্রীটি ভালো আছেন। আমি ওকে জানিয়েছি যে আমরা সবাই ওর পাশে আছি। আমাদের মুখ্যমন্ত্রী মানবিক। আশা করি উনিও ছাত্রীর পাশে থাকবেন।’

Your Opinion

We hate spam as much as you do