Tranding

12:19 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / ১২ বছর পর শাসনে অফিস,খুলে ৪০০ তৃণমূল কর্মী সিপিআইএমে যোগ দিল

১২ বছর পর শাসনে অফিস,খুলে ৪০০ তৃণমূল কর্মী সিপিআইএমে যোগ দিল

এক সময় সিপিএমের শক্ত ঘাঁটি শাসনে ১২ বছর পর উড়ল লাল ঝান্ডা। খুলল সিপিআইএমের পার্টি অফিস। আর সেই শাসনে পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ভাঙ্গন তৃণমূলে।

১২ বছর পর শাসনে অফিস,খুলে  ৪০০ তৃণমূল কর্মী সিপিআইএমে যোগ দিল

১২ বছর পর শাসনে অফিস,খুলে  ৪০০ তৃণমূল কর্মী সিপিআইএমে যোগ দিল

  ২৯ এপ্রিল, ২০২৩, 


উত্তর ২৪ পরগনার শাসনে ফের ভাঙন তৃণমূলে। তৃণমূল বুথ সভাপতি সহ ৪০০ জন কর্মী যোগদান করল সিপিআইএমে । এক সময় সিপিএমের শক্ত ঘাঁটি শাসনে ১২ বছর পর উড়ল  লাল ঝান্ডা। খুলল সিপিআইএমের পার্টি অফিস। আর সেই শাসনে পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ভাঙ্গন তৃণমূলে। 

বারাসাত ২ নম্বর ব্লকের শাসনে ছিল সিপিআইএম এর ভিত্তি ও প্রভাব ছিল প্রশ্নাতীত। রাজ‍্যে ক্ষমতা বদলের পর তৃণমূলের  দীর্ঘ ১২ বছর শাসনে সেখানে লাল ঝান্ডা ওড়েনি। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে দেখা গেল অন্য ছবি। আচমকাই সিপিআইএমের লাল ঝান্ডা সহ এলাকায় পুলিশি পাহারায় ১২ বছর পর খুলল সিপিএমের পার্টি অফিস। পাশাপাশি রমাগাছী অঞ্চলের তৃণমূল বুথ সভাপতি নাজরুন ইসলাম সহ ৪০০ জন তৃণমূল কর্মী সমর্থক যোগদান করলেন সিপিএমে।


এ বিষয়ে তৃণমূল বুথ সভাপতি আব্দুল সাত্তার বলেন, দলের নেতাদের কথা মতো টাকা দিতে না পারায় দল ছেড়ে সিপিএমে যোগদান করেছেন। আবার কারও অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েই তৃণমূল ছেড়েছে তাঁরা। রাজনৈতিক মহলের মতে, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে বারাসাত ব্লক ২-এ অনেকটাই শক্তিশালী হল সিপিআইএম। সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী জানান, তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে মানুষ আজ তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করেছেন।

 

যদিও যোগদানের বিষয গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের বুথ সভাপতি শম্ভু ঘোষ। তিনি বলেন, যাঁরা যোগদান করেছেন, তাঁরা মরা গরু, ভাগাড়ে পড়ে রয়েছে। তাঁদের অনেক আগেই দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। 


যদিও পঞ্চায়েতের আগে এই যোগদান যে তৃণমূলকে অনেকটাই ব্যাকফুটে ফেলে দিয়েছে, তা মনে করছে অনেকে। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলির সদস্য  পলাশ দাশ জেলা সম্পাদক মন্ডলির সদস্য আহমেদ আলি খান সহ অন্যান্য নেতৃত্ব।

Your Opinion

We hate spam as much as you do