Tranding

11:16 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / নৈহাটি উপনির্বাচনই বঙ্গে বৃহত্তর বাম ঐক্যের সূচনা, মন্তব্য সেলিম - দীপঙ্করদের

নৈহাটি উপনির্বাচনই বঙ্গে বৃহত্তর বাম ঐক্যের সূচনা, মন্তব্য সেলিম - দীপঙ্করদের

সমাবেশে মহঃ সেলিম বলেন বৃহত্তর বাম ঐক্যের সূচনা হলো নৈহাটি বিধানসভার নির্বাচনের মধ্য দিয়ে । এই বৃহত্তর বাম ঐক্য বিশেষ প্রয়োজন। গোটা দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, বিজেপির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের গতি প্রকৃতি এবং সেই সরকারের পরোক্ষ সমর্থনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে দুর্নীতিগ্রস্তদের সরকার চলছে তার যোগ্য বিরোধিতা করতে গেলে বৃহত্তম বাম ও গণতান্ত্রিক ঐক্যের প্রয়োজন। সেলিম বলেন বহুদিন যাবৎ বিভিন্ন গণ-আন্দোলনের ক্ষেত্রে বামফ্রন্ট ছাড়াও অন্যান্য বাম দলগুলোকে সঙ্গে নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম সংঘটিত হয়েছে। কিন্তু এই প্রথম পশ্চিমবাংলায় নজিরবিহীনভাবে বৃহত্তর বাম ঐক্য নির্বাচনের মধ্যে দেখা গেল নিশ্চিতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

নৈহাটি উপনির্বাচনই বঙ্গে বৃহত্তর বাম ঐক্যের সূচনা, মন্তব্য সেলিম - দীপঙ্করদের

নৈহাটি উপনির্বাচনই বঙ্গে বৃহত্তর বাম ঐক্যের সূচনা, মন্তব্য সেলিম - দীপঙ্করদের

৬ নভেম্বর ২০২৪

নৈহাটি বিধানসভায় বামফ্রন্ট সমর্থিত সিপিআইএমএল লিবারেশনের প্রার্থী দেবজ্যোতি মজুমদারের সমর্থনে আজ নৈহাটি ভারত মাতা সংঘের মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করা হয় সভায় প্রধান বক্তা ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোঃ সেলিম এবং লিবারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য সভায় অন্যান্য বক্তা ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায় সিপিআই এর রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি আর এস পি নেতা মিহির পাল এবং সিপিআইএমেল লিবারেশনের নেতা জয়তু দেশমুখ এছাড়াও বক্তব্য রাখেন সিপিআইএম নেত্রী গার্গী চ্যাটার্জী এবং স্থানীয় কৃষক আন্দোলনের নেতা সন্তোষ ব্যানার্জি সভাপতিত্ব করেন নৈহাটি সিপিআইএমের বর্ষিয়ান নেতা মলয় ভট্টাচার্য। 


অনুষ্ঠানে গণসংস্কৃতি পরিষদের পক্ষ থেকে সংগীতের মধ্যে দিয়ে সমাবেশ সূচনা হয়। 

সমাবেশে মহঃ সেলিম বলেন বৃহত্তর বাম ঐক্যের সূচনা হলো নৈহাটি বিধানসভার নির্বাচনের মধ্য দিয়ে । এই বৃহত্তর  বাম ঐক্য বিশেষ প্রয়োজন। গোটা দেশের যে রাজনৈতিক পরিস্থিতি,  বিজেপির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের গতি প্রকৃতি এবং সেই সরকারের পরোক্ষ সমর্থনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে দুর্নীতিগ্রস্তদের সরকার চলছে তার যোগ্য বিরোধিতা করতে গেলে বৃহত্তম বাম ও গণতান্ত্রিক ঐক্যের প্রয়োজন। সেলিম বলেন বহুদিন যাবৎ বিভিন্ন গণ-আন্দোলনের ক্ষেত্রে বামফ্রন্ট ছাড়াও অন্যান্য বাম দলগুলোকে সঙ্গে নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম সংঘটিত হয়েছে।  কিন্তু এই প্রথম পশ্চিমবাংলায় নজিরবিহীনভাবে বৃহত্তর বাম ঐক্য নির্বাচনের মধ্যে দেখা গেল নিশ্চিতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।  নির্বাচনে সেলিম বলেন উপনির্বাচনে জয়ী হলে সরকারের কোন পরিবর্তন না কিন্তু বামফ্রন্টের পক্ষে কথা বলবার জন্য বিধানসভায় একজন প্রতিনিধি পাঠানো বিশেষ জরুরী। জঙ্গলে অনেক শিয়াল থাকে কিন্তু সিংহ একটা থাকলেই যথেষ্ট। 

 

দীপঙ্কর ভট্টাচার্য সর্বভারতীয় ক্ষেত্রে বাম ঐক্য এবং গণতান্ত্রিক ঐক্য যথেষ্ট শক্তিশালী রূপ ধারণ করেছে উল্লেখ করেন। ঝাড়খন্ড এবং মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ নির্বাচনে বিজেপিকে অবিলম্বে পরাজিত করবার আহ্বান জানান।  মূলত উভয় সর্বভারতীয় নেতৃত্বের কন্ঠে বৃহত্তর বাম ঐক্যের এই প্রথম নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার উদাহরণ কে সর্বপেক্ষা গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করার বিষয় লক্ষ্য করা গেল। স্বপন ব্যানার্জি এবং সঞ্জীব চট্টোপাধ্যায় একইভাবে বৃহত্তর বাম ঐক্যের কথা উল্লেখ করেন।


 গার্গী চ্যাটার্জি নৈহাটিতে তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্থ প্রার্থী এবং গত দুবার দু জায়গায় ভাটপাড়া ও হাজিনগরে যে দাঙ্গা সংগঠিত করা হয়েছিল এবং যা জনগণের জীবনধারাকে বিপর্যস্ত করে তুলেছিল সে উল্লেখ করেন। এলাকার চটকল গুলির দুরবস্থা ব্যারাকপুর শিল্পাঞ্চলের শ্রমিক শ্রেণীর সংকটজনক পরিস্থিতি উল্লেখ করেন প্রার্থী দেবজ্যোতি মজুমদার।


সমস্ত বক্তাই উল্লেখ করেন সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া আরজিকর কান্ড এবং তিলোত্তমার বিচার চেয়ে নজিরবিহীন বৃহত্তর গণআন্দোলন যা রাজনৈতিক পতাকা ছাড়া হলেও অবশ্যই কোনো রাজনৈতিক বার্তা বহন করেছে।  এই আন্দোলনকে আরো গণমুখী করে তুলে গণতন্ত্রকে শক্তিশালী করে তুলবার জন্য সমস্ত আহ্বান করেন। 


বিশেষজ্ঞদের মতে অবশ্যই বঙ্গীয় রাজনীতিতে একটি নতুন ঘরানার সূচনা ঘটল নৈহাটির বিধানসভা নির্বাচন উপলক্ষে আজকের সন্ধ্যের এই রাজনৈতিক সভায়। 

Your Opinion

We hate spam as much as you do