সভায় বক্তব্য রাখেন পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ, ডঃ নরেন্দ্র দাভোলকর চক্রের সম্পাদক ও উত্তর চব্বিশ পরগনা জেলা কাউন্সিল সদস্য অয়ন চ্যাটার্জী, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য দেবাশিস ব্যানার্জী, জেলা কমিটির সদস্য অনুপ সেন।
বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে বিধাননগর বিজ্ঞান মঞ্চের প্রচার সভা
৪ঠা জুন ২০২৩
আজ ৪ ঠা জুন, রবিবার, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ, ডঃ নরেন্দ্র দাভোলকর চক্রের উদ্যোগে, বিধান নগরের বিদ্যাসাগর আইল্যান্ড থেকে বিধান নগরের BD মার্কেট এলাকায় একটি প্রচার সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিজ্ঞান কর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ এই সভায় উপস্থিত ছিলেন। পথচলতি মানুষের মধ্যে এই পথসভা উৎসাহ সৃষ্টি করে।
সভায় এবারের পরিবেশ দিবসের মুল বক্তব্য প্লাস্টিকের ক্রমবর্ধমান ব্যবহারের বিপদ, প্লাস্টিক ব্যবহারের বিকল্প, বিশ্ব উষ্ণায়নের বিপদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকার, প্লাটিক শিল্পের, প্লাস্টিকের বিকল্পের সন্ধান, বিকল্প নিয়ে রিসার্চ ও উৎসাহ দান নিয়ে বিস্তারিত বক্তব্য পেশ করা হয়।
বর্জ্য পদার্থের মধ্যে প্লাস্টিক পণ্য পরিবেশের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব বিস্তার করে। প্লাস্টিক দূষণ হলো পরিবেশ কতৃক প্লাস্টিক পদার্থের আহরণ, যা পরবর্তীতে বন্যপ্রাণীর আবাসস্থল, এমনকি মানবজাতির উপর বিরূপ প্রভাব সৃষ্টি করে।
আকারের উপর ভিত্তি করে, মাইক্রো-মেসো অথবা ম্যাক্রোবর্জ্য এই তিন ভাগে প্লাস্টিক দূষনকে শ্রেণীকরণ করা হয়। নিয়মিত প্লাস্টিক পদার্থের ব্যবহার প্লাস্টিক দূষণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। এজন্য বাসা-বাড়ি থেকে সর্বত্র প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা জরুরি। যেমন- যেকোন জায়গায় পলিথিন বা প্লাস্টিক পণ্য ফেলানো যাবেনা। এমতাবস্থায় প্রতিটি বাড়িতে বর্জ্য পদার্থ ফেলানোর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করতে হবে। নির্ধারিত জায়গায় দু’ধরণের গর্ত করতে হবে। একটি গর্তে জৈব বর্জ্য এবং আরেকটি গর্তে অজৈব বর্জ্য। যেমন- পলিথিন বা প্লাস্টিক ফেলতে হবে। যে বর্জ্যগুলো পুড়িয়ে ফেলা যায় সেগুলো প্রয়োজনে পুড়িয়ে ফেলতে হবে।
প্লাস্টিক পণ্যের বেশিরভাগ পুনঃচক্রায়ন হয়না। এগুলো পরিবেশ থেকে বর্জ্যের আকার নেয়। মানুষের অসচেতনতা প্লাস্টিক দূষণের প্রধান কারণ। প্লস্টিক এমন এক রাসায়নিক পদার্থ যা পরিবেশে পৌঁছতে অথবা কারখানায় পুনঃপ্রক্রিয়া করণ করতে প্রচুর সময় লাগে। তাই প্লাস্টিক বর্জ্য পরিবেশে দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। সাধারণত উদ্ভীদকূল, জলজপ্রাণী, দ্বীপ অঞ্চলের প্রাণীরা প্লাস্টিক বর্জ্যের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখিন হচ্ছে। এই প্লাস্টিক বর্জ্য ওই সকল প্রাণীর বাসস্থান, খাদ্য সংগ্রহের স্থান ও উদ্ভীদের খাদ্য গ্রহণের পথে বাধাঁর সৃষ্টি করে। প্লাস্টিক বর্জণ এক বৃহৎ সংগ্রাম বিশ্বজুড়ে।
সভায় বক্তব্য রাখেন পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ, ডঃ নরেন্দ্র দাভোলকর চক্রের সম্পাদক ও উত্তর চব্বিশ পরগনা জেলা কাউন্সিল সদস্য অয়ন চ্যাটার্জী, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য দেবাশিস ব্যানার্জী, জেলা কমিটির সদস্য অনুপ সেন।
We hate spam as much as you do