Tranding

12:21 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না, বাদ দাও ভুয়ো নাম: বারাকপুরে সেলিম

ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না, বাদ দাও ভুয়ো নাম: বারাকপুরে সেলিম

সেলিম আরও বলেন, ‘‘আমরা চাই ভোটার লিস্ট থেকে মৃত ভোটারের নাম বাদ যাক। এর আগে একাধিক বার সিপিআই(এম) বলেছে। নথি জমা দিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন সেই নাম বাদ দেয়নি। বিজেপি ও তৃণমূল এই মৃত ভোটারের ভোট দিয়ে রাজনৈতিক ফায়দা তোলে। হরিয়ানা, মহারাষ্ট্র দিল্লিতে আমরা দেখেছি ভোট কারচুপি হতে। আমরা এ রাজ্যে পঞ্চায়েত ভোটের সময় দেখেছি কিভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তৃণমূল ভোট লুট করছে। দুই শাসকদলই চেষ্টা করছে ভোটার লিস্টকে তাদের নিজেদের পক্ষে ব্যবহার করতে। আমরা সাধারণ ভোটারের অধিকার রক্ষার জন্য লড়াই করছি।’’

ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না, বাদ দাও ভুয়ো নাম: বারাকপুরে সেলিম

ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না, বাদ দাও ভুয়ো নাম: বারাকপুরে সেলিম


  09 Nov 2025  
 
কারও ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। এসআইআর প্রক্রিয়ায় ভাগাভাগির রাজনীতি করা যাবে না। বাদ দিতে হবে মৃতদের নাম। ভোটদাতাদের সহায়তা করবেন সিপিআই(এম) কর্মীরা।
শনিবার ব্যারাকপুর ওয়ারলেস পাড়ায় মাঠপাড়া শাখার পার্টি অফিস উদ্বোধনে প্রতিবাদী সভায় একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন সিপিআইএম ব্যারাকপুর এরিয়া কমিটির অন্তর্গত মাঠপাড়া শাখার কার্যালয়ের উদ্বোধন এর প্রকাশ্য সমাবেশে ভাষণ দেন তিনি। 
সেলিম বলেন, ‘‘শেষ দেড় মাস ধরে আমরা প্রস্তুতি নিয়েছি, আইনি পরামর্শ নিয়েছি। কর্মী বাহিনীকে জড়ো করেছি। প্রত্যেকটি বুথে সকলের ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করা যায় তার জন্য সক্রিয় রয়েছে পার্টি।’’ 

 

সেলিম বলেন, ‘‘৪ নভেম্বর থেকে নির্বাচন কমিশনের বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর’র কাজ করবেন। ৩০ তারিখ থেকে প্রতি বুথে আমাদের কর্মীরা ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। সহায়তা ক্যাম্প করা হচ্ছে একাধিক জায়গায়।’’ 


সেলিম আরও বলেন, ‘‘আমরা চাই ভোটার লিস্ট থেকে মৃত ভোটারের নাম বাদ যাক। এর আগে একাধিক বার সিপিআই(এম) বলেছে। নথি জমা দিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন সেই নাম বাদ দেয়নি। বিজেপি ও তৃণমূল এই মৃত ভোটারের ভোট দিয়ে রাজনৈতিক ফায়দা তোলে। হরিয়ানা, মহারাষ্ট্র দিল্লিতে আমরা দেখেছি ভোট কারচুপি হতে। আমরা এ রাজ্যে পঞ্চায়েত ভোটের সময় দেখেছি কিভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তৃণমূল ভোট লুট করছে। দুই শাসকদলই চেষ্টা করছে ভোটার লিস্টকে তাদের নিজেদের পক্ষে ব্যবহার করতে। আমরা সাধারণ ভোটারের অধিকার রক্ষার জন্য লড়াই করছি।’’ সেলিম বলেন, ‘‘একজনও প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না তার নিশ্চয়তা নির্বাচন কমিশনকেই দিতে হবে। এসআইআর-কে কেন্দ্র করে হিন্দু মুসলমান উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোনরকম ভাগাভাগি করা যাবে না। এই ভাগাভাগির রাজনীতির বিরুদ্ধে বামপন্থীরা লড়ছে। এসআইআর-ও সংবিধান এবং আইন মেনেই করতে হবে।’’
উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক পলাশ দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন " মানুষের মধ্যে হিন্দুত্বের ধজা নিয়ে বিদ্বেষের বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মানুষের জীবনের মূল সমস্যা থেকে এস আই আর এর মাধ্যমে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পলাশ উল্লেখ করেন আমরা বামপন্থীরাই বাধা দিয়েছিলাম বিজেপি চাইছে তৃণমূল সরকার থাকুক। বামপন্থীরা তা হতে দেবে না"

প্রবীণ পার্টি নেতা প্রাক্তন সাংসদ তড়িৎ বরন পোদ্দার বলেন "তৃণমূল ও বিজেপি এস আই আর এর সুযোগে প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে ভুয়া ভোটারের নাম ঢুকিয়ে দিতে চাইছে। এই বিষয়ে তিনি সতর্ক থাকতে বলেন " 
সমাবেশে বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য গার্গী চ্যাটার্জি জেলার নেতা ঝন্টু মজুমদার এবং সভাপতি প্রভাত ভান্ডারী।

Your Opinion

We hate spam as much as you do