কারখানা শ্রমিকদের অভিযোগ মালিকপক্ষ এবং ম্যানেজমেন্টের লোকেরা যেভাবে শ্রমিকদের উপর চাপ সৃষ্টি করছে এবং কোন শ্রমিক একই জায়গায় কাজ করতে পারেন না।
টেক্সম্যাকো ঠিকা শ্রমিকের দূর্ঘটনায় মৃত্যু।
নিরাপত্তাহীনতার অভিযোগ
কর্মরত অবস্থায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের ঘটনাটি ঘটেছে টেক্সম্যাকো রেল ইঞ্জিনিয়ারিং স্টিল ফ্যাক্টরি বয়লার ডিভিশনে আগরপাড়া আজ বিকেল ছুটির আগে ঘটনাটি ঘটে কাজ করতে করতে মৃত শ্রমিকের নাম নন্দলাল রাজভর বয়স ৩৪ অথবা ৩৫ মধ্যে। কাজ করতেন গুপ্ত এন্টারপ্রাইজ কন্টাক্টরের আন্ডারে। কাজ করছিলেন যে জায়গাটা এইচ পি এম এল ১ মৃত শ্রমিকের বাড়ি বেলঘড়িয়া ২ নম্বর রেলগেট চন্দননগরের বিকে টেক্সম্যাকো বস্তিতে বাড়ি খেয়ে পড়ে যায় নিচে তারপরে সেই শ্রমিক কে নিয়ে যাওয়া হয় ইএসআই কামারহাটি হাসপাতালে সেখানকার ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। সেখান থেকে তাঁর মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয় ময়না তদন্তের জন্য। কারখানা শ্রমিকদের অভিযোগ মালিকপক্ষ এবং ম্যানেজমেন্টের লোকেরা যেভাবে শ্রমিকদের উপর চাপ সৃষ্টি করছে এবং কোন শ্রমিক একই জায়গায় কাজ করতে পারেন না।
বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই কন্ট্রাকটারদের আন্ডারে আন্ডারে থাকা শ্রমিকদের দিয়ে কাজ করা শ্রমিকদের ক্ষোভ কন্টাকটার এবং ম্যানেজমেন্টের লোকেরা যেই ভাবে শ্রমিকদের উপর চাপ সৃষ্টি করছে তাড়াহুড়া করে কাজ করতে হয়। কারখানার ভিতরে সে কারণেই এই দুর্ঘটনায় এই শ্রমিকের মৃত্যু হয় এবং কারখানার ভিতরে সেফটি বলে কিছু নেই। এ বিষয় দেখাশোনা করার লোকও নেই এর আগেও এক শ্রমিকের মৃত্যু হয় পরপর কারখানার ভিতরে কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু ঘটনা ঘটেই চলেছে।।
We hate spam as much as you do