জেলা বার অ্যাসোসিয়েশন সূত্রে খবর, গত তিনদিন ধরে চলে এই গণনা। মোট আসন ১৭ টি,যার মধ্যে বাম- কংগ্রেস জোট ৯ টি এবং তৃণমূল কংগ্রেস সেক্রেটারি সহ ৮ টি আসন। ভোটার ছিল ২০৫৪ জন,ভোট হয়েছে ১৬৩২,এক একজন ১৭ টি করে ভোট দিয়েছে। তিনদিন গণনা শেষে আজ ফলাফল বের হল।
বাম-কংগ্রেস জোটের জয়, বারাসত বার অ্যাসোঃ নির্বাচনে হার TMCর
4 Feb 2024,
রাজ্যে ইন্ডিয়া জোটের আসন সমঝোতার কোনও লক্ষণ নেই তৃণমূল ও কংগ্রেসের মধ্যে। উলটে, বামেদের সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে জোটে যেতে প্রস্তুত কংগ্রেস। হতে পারে আসন সমঝোতাও। তবে এবার বাম -কং জোট জয়লাভ করল বারাসত বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেললেও জিততে পারল না তৃণমূল।
ফের বাম-কংগ্রেসের জোট জয় ছিনিয়ে নিল জেলা বারাসত বার অ্যাসোসিয়েশন এর নির্বাচনে। এবারেও বোর্ড বাম কংগ্রেসের। তবে সেক্রেটারির আসনে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আগামী দু’বছর বাম-কংগ্রেসের হাতেই থাকবে জেলা বার অ্যাসোসিয়েশনের বোর্ড।
জেলা বার অ্যাসোসিয়েশন সূত্রে খবর, গত তিনদিন ধরে চলে এই গণনা। মোট আসন ১৭ টি,যার মধ্যে বাম- কংগ্রেস জোট ৯ টি এবং তৃণমূল কংগ্রেস সেক্রেটারি সহ ৮ টি আসন। ভোটার ছিল ২০৫৪ জন,ভোট হয়েছে ১৬৩২,এক একজন ১৭ টি করে ভোট দিয়েছে। তিনদিন গণনা শেষে আজ ফলাফল বের হল।
তৃণমূল মনে করছ, সেক্রেটারির আসন তাঁদের চলে আসার কারণে ৫০ শতাংশ বোর্ডের দখল তাঁদের হাতে। কারণ সেক্রেটারি ওরিয়েন্টেড এই বার অ্যাসোসিয়েশন। তৃণমূলের অভিযোগ, বাম- কংগ্রেস মিলিত ভাবে অপপ্রচার করেছে, কুরুচির মন্তব্য করেছে, প্রতিনিয়ত হয়রানি করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের।
তবে অভিযোগ এমনটা করলেও জয়ী জোট এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। আগামী দিনে আইনজীবীদের সবরকম সুবিধা অসুবিধা দেখেই এই বোর্ড কাজ করবে বলে জানান বাম, কংগ্রেসের প্রতিনিধিরা। সেখানে রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও তৃণমূলকে সঙ্গে নিয়েই কাজ করবে বলে জানান জোট নেতৃত্ব। তাঁরা মনে করেন, এই নির্বাচন দেশীয় বা রাজ্য রাজনীতির সঙ্গে এক করলে হবে না। সিপিআইএম সমর্থিত এক সদস্য বলেন, ‘আজকের দিন পর্যন্ত সমস্ত প্রতিদ্বন্দ্বিতা,জয় পরাজয়,আগামীকাল যখন কালো কোর্টটা পরবো তখন আমরা সবাই এক। তাই আগামী দুবছর একসঙ্গেই সকলের সুবিধার্থে এই বোর্ড মিলিত ভাবে কাজ করবে।’ এদিনের জয়ের পর উচ্ছ্বাসে মেতে ওঠেন সিপিআইএম এবং কংগ্রেসের সমর্থিত বার অ্যাসোসিয়েশনের সদস্যরা।
We hate spam as much as you do