ভূয়ো ভ্যাকসিন কান্ডে জড়িত সকলের শাস্তি চাই।ভ্যাকসিন নিয়ে কালোবাজারি, দলবাজি বন্ধ করে সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিন চাই।
ভূয়ো ভ্যাকসিন কান্ডে জড়িতদের শাস্তির দাবিতে বসিরহাট,বাদুড়িয়ায় বাম বিক্ষোভ
বিচার চাই, বিচার চাই।শাস্তি চাই শাস্তি চাই। বাম ছাত্রযুবদের ভ্যাকসিন কান্ডে বিক্ষোভ চলছে। মুলত এস এফ আই
,ভিওয়াইএফ, মহিলা সমিতির সদস্যর বৃষ্টিস্নাত বৃহস্পতিবারের বিকালে
কোভিড বিধি মেনে বৃষ্টি উপেক্ষা করে এদিন তারা বসিরহাটের রাজপথে নেমে বিক্ষোভের বার্তা পৌঁছে দিল পুলিশ প্রশাসনের কাছে।বসিরহাট থানার মূল ফটক আটকেই চললো বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি কলকাতার রাজপথে আন্দোলনরত নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের উপর পুলিশি নির্যাতনের বিচার চাই।ভূয়ো ভ্যাকসিন কান্ডে জড়িত সকলের শাস্তি চাই।ভ্যাকসিন নিয়ে কালোবাজারি, দলবাজি বন্ধ করে সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিন চাই।বিক্ষোভ চলাকালীন মহিলা নেত্রী আরতি দাসের নেতৃত্বে ছাত্র যুব মহিলা প্রতিনিধিরা ডেপুটেশন দেয় থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে।
বুধবার বাদুড়িয়া থানার সামনেও এরূপ বিক্ষোভ সংগঠিত হয় ছাত্র যুব মহিলাদের পক্ষ থেকে।
We hate spam as much as you do