Tranding

12:24 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / জ্যোতি বসু ফাউন্ডেশনে CPIM-এর অর্থ সংগ্রহে  ,তৃণমূলের প্রকাশ‍্য বাধা গালিগালাজ  !

জ্যোতি বসু ফাউন্ডেশনে CPIM-এর অর্থ সংগ্রহে  ,তৃণমূলের প্রকাশ‍্য বাধা গালিগালাজ  !

সেই সময় বিধান নগর পৌর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের পৌর মাতা ও বিধাননগরের ডেপুটি মেয়র অনিতা মণ্ডলের অনুগামীরা সভা করার পারমিশন দেখতে চান এবং জোরপূর্বক অর্থ সংগ্রহ অভিযান এবং সভাটি বন্ধ করে দেন।   তৃণমূল কংগ্রেস কর্মীরাই উদ্যোগী হয়ে বিধান নগর পূর্ব থানায় খবর দেয় এবং পুলিশের সঙ্গে যৌথভাবে তারা সিপিআইএম-এর পথসভা বন্ধ করার জন্য বলেন বলে অভিযোগ।

জ্যোতি বসু ফাউন্ডেশনে CPIM-এর অর্থ সংগ্রহে  ,তৃণমূলের প্রকাশ‍্য বাধা গালিগালাজ  !

 জ্যোতি বসু ফাউন্ডেশনে CPIM-এর অর্থ সংগ্রহে
 ,তৃণমূলের প্রকাশ‍্য বাধা গালিগালাজ  !

 

 ২১শে আগষ্ট ২০২২

 

জ্যোতি বসু ফাউন্ডেশনের অর্থ সংগ্রহ করতে গেলে হেনস্তার শিকার সিপিআইএম কর্মীরা। ঘটনাটি ঘটে সল্টলেক বৈশাখী বাজারের কাছে। অভিযোগ রবিবার সকালে রাজারহাট নিউটাউনের জ্যোতি বসু ফাউন্ডেশনের জন্য যে ভবন তৈরি হবে, তার জন্য সিপিআইএম-এর পক্ষ থেকে অর্থ সংগ্রহ অভিযান ও পথসভা চলছিল।

 

সেই সময় বিধান নগর পৌর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের পৌর মাতা ও বিধাননগরের ডেপুটি মেয়র অনিতা মণ্ডলের অনুগামীরা সভা করার পারমিশন দেখতে চান এবং জোরপূর্বক অর্থ সংগ্রহ অভিযান এবং সভাটি বন্ধ করে দেন।   তৃণমূল কংগ্রেস কর্মীরাই উদ্যোগী হয়ে বিধান নগর পূর্ব থানায় খবর দেয় এবং পুলিশের সঙ্গে যৌথভাবে তারা সিপিআইএম-এর পথসভা বন্ধ করার জন্য বলেন বলে অভিযোগ। সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ‍্য কমিটির সদস‍্য সোমনাথ ভট্টাচার্য্য তখন বক্তব্য রাখছিলেন। তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রকাশ‍্যের চিৎকার করে হুমকি দেওয়া ভিডিওতে ভাইরাল হয়েছে। 
সিপিআইএমের অভিযোগ পুলিশ তৃণমূল কর্মীদের অসভ‍্য আচরণে বাধা দেয়নি। সারা রাজ‍্যজুড়ে প্রতিদিন দলের যে দূর্নীতির খবর আসছে তাতে দলীয় কর্মীরা বিভ্রান্ত বলে ওয়াকিবহাল মহলের খবর। 

Your Opinion

We hate spam as much as you do