Tranding

11:22 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / ৫ বছরের আরুশির ইন্ডিয়ান বুক অব রেকর্ড ২০২১

৫ বছরের আরুশির ইন্ডিয়ান বুক অব রেকর্ড ২০২১

সে প্রায় 80 টির উপরে পুরস্কার পেয়েছে গান এবং আবৃত্তিতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে এই অসাধারণ প্রতিভার জন্য  তাকে অভিনন্দন সকলে অভিনন্দন জানায় এবং আগামী দিনে তার

৫ বছরের আরুশির ইন্ডিয়ান বুক অব রেকর্ড ২০২১

৫ বছরের আরুশির ইন্ডিয়ান বুক অব রেকর্ড ২০২১
আমাদের রাজ্যের এবং  আমাদের জেলা  উত্তর 24 পরগনা  এবং  ব্যারাকপুর মহকুমা দেশের মধ্যে গর্বের বিষয়গুলো পাঁচ বছরের শিশু আরুশি দে ইন্ডিয়ান বুক অফ রেকর্ড করলো ২০২১ আরুশি দে বাবার নাম দেবজ্যোতি দে মা প্রীতি দে খড়দহ রবীন্দ্র পল্লীর বাসিন্দারা  কেজি টু তে পড়ে আরুশি। ব্যারাকপুরের একটি ইংরেজি স্কুলে সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে কনিষ্ঠ প্রতিযোগী হিসেবে শীর্ষ স্থান করে নিল 49.23 সেকেন্ডে 100 অগণ্য বিশেষ্য দ্রুততার সাথে স্মরণ করে বলার জন্য এবং দ্বিতীয় রেকর্ডটি করেছে 254 জি কে নিজে প্রশ্ন করে উত্তর দিয়ে ছয় মিনিটে সম্পূর্ণ করার জন্য সবচেয়ে কনিষ্ঠ বয়সী শিশু পাঁচ বছরে দেশের সবচেয়ে সেরা সম্মান ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করা পড়াশোনার সাথে সাথে খুব ভালো গান গায় এবং আবৃত্তি  করে পাঁচ বছরের মধ্যে সে প্রায় 80 টির উপরে পুরস্কার পেয়েছে গান এবং আবৃত্তিতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে এই অসাধারণ প্রতিভার জন্য  তাকে অভিনন্দন সকলে অভিনন্দন জানায় এবং আগামী দিনে তার এগিয়ে যাওয়ার জন্য তাকে সকলে শুভেচ্ছা জ্ঞাপন করেন সে বড় হয়ে পড়াশোনা করে এগিয়ে যেতে চায় এবং তার সবচেয়ে প্রিয় বিষয় অংক এবং বিজ্ঞান সে অংক এবং বিজ্ঞান শাস্ত্রে পড়াশোনা চালিয়ে যেতে চায় এবং সেই বিষয় নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে চায় এবং তার সাথে গান ও আবৃত্তি চালিয়ে যাওয়ার কথা জানায় এই পুরস্কার পাওয়ার জন্য সবচেয়ে বেশি তার মা অবদান তার মার কাছে গান এবং আবৃত্তি শেখা মা এবং বাবা জানান ও যে বিষয় নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে চাইবে যতদূর পর্যন্ত যেতে চাইবে ততদিন ওর স্বপ্ন পূরণ করবার জন্য ওর পাশে সবাই থাকার কথা বলেন ।
 এই ধরনের পুরস্কার পাওয়ার জন্য এলাকার মানুষ গর্ব প্রকাশ করেন।

Your Opinion

We hate spam as much as you do