Tranding

02:15 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / মৌলবাদ নয় বিজ্ঞানমনষ্ক সমাজ গড়ে তোলো -বারাসাত শিশুবিজ্ঞান উৎসবের আহ্বান

মৌলবাদ নয় বিজ্ঞানমনষ্ক সমাজ গড়ে তোলো -বারাসাত শিশুবিজ্ঞান উৎসবের আহ্বান

গতকাল এক বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে এই উৎসবের সূচনা হয়। পদযাত্রায় অংশ নেন রাজ্যের সহ সভাপতি ও বিজ্ঞানী তপন সাহা ও রাজ্যের সহ সম্পাদক সৌরভ চক্রবর্তী, তরুন মুখার্জী, শুক্লা সেনগুপ্তসহ জেলা নেতৃত্ব।

মৌলবাদ নয় বিজ্ঞানমনষ্ক সমাজ গড়ে তোলো -বারাসাত শিশুবিজ্ঞান উৎসবের আহ্বান

মৌলবাদ নয় বিজ্ঞানমনষ্ক সমাজ গড়ে তোলো -বারাসাত শিশুবিজ্ঞান উৎসবের আহ্বান 

১২ ফেব্রুয়ারি ২০২৩

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত বিদ্যাসাগর কেন্দ্রের উদ্যোগে বনমালীপুর সন্তোষ ভট্টাচার্য্য মেমোরিয়াল স্কুলে গতকাল ও আজ দু'দিন ধরে মহাসমারোহে অনুষ্ঠিত হল শিশু বিজ্ঞান উৎসব। প্রায় ১১ টি স্কুলের একশতাধিক ছাত্রছাত্রী এই উৎসবে অংশ নিয়ে হাতে কলমে বিজ্ঞান চর্চার আনন্দ উপভোগ করেছে। জীব বৈচিত্র, মহাকাশ, আমাদের দেশ, অঙ্কের মজা এমন একাধিক কর্নারে সম্পন্ন ব্যক্তিদের সহায়তায় ছাত্রছাত্রীরা হাতে কলমে নানান কার্যক্রমের মধ্যে দিয়ে বিজ্ঞানের অকাট্য যুক্তি ও প্রমান গুলি সহজেই রপ্ত করে। এর আগে সম্পন্ন ব্যক্তিদের প্রায় দেড়মাস ধরে প্রশিক্ষিত ক'রে তোলেন বিজ্ঞান মঞ্চের রাজ্য নেতা ও জেলার শিশুবিজ্ঞান উপসমিতির আহ্বায়ক সমরনাথ চ্যাটার্জী, মিলন গাইন, গণজিৎ ভৌমিক প্রমুখরা। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তিরিশটিরও বেশি বিজ্ঞানের নানা আকর্ষক মডেলের এক প্রদর্শনী করে। অংশগ্রহণকারীদের জন্য রাতে ছিল আকাশ পর্যবেক্ষণের আয়োজন। 

গতকাল এক বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে এই উৎসবের সূচনা হয়। পদযাত্রায় অংশ নেন রাজ্যের সহ সভাপতি ও বিজ্ঞানী তপন সাহা ও রাজ্যের সহ সম্পাদক সৌরভ চক্রবর্তী, তরুন মুখার্জী, শুক্লা সেনগুপ্তসহ জেলা নেতৃত্ব। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর রত্ন বসুও। পরে 'একটাই পৃথিবী' শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন বিজ্ঞানী তপন সাহা। 

আজ ছিল ডারউইনের জন্মদিন। তাই উদ্যোক্তারা আজকের সেমিনারের বিষয়ের শিরোনাম রেখেছিলেন 'আক্রান্ত ডারউইন'। আজকের সেমিনারের বক্তা ছিলেন সংগঠনের জেলা সভাপতি বাসব বসাক। 


বিকেলে এক মনোজ্ঞ অনুষ্ঠানে বিজ্ঞান অভীক্ষা ও বিজ্ঞান মডেল প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শিশু বিজ্ঞান উৎসবের পরিসমাপ্তি ঘটে। পুরস্কার বিতরণীর আগে মঞ্চে কুসংস্কার বিরোধী অনুষ্ঠান পরিবেশন করেন স্নেহাশিস রায়, পাপড়ি রায়, অরিন্দম মন্ডল প্রমুখ। সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা এই দু'দিনে নিজেদের অর্জিত অভিজ্ঞতার কথা শোনায়। অভিভাবকদের পক্ষ থেকে প্রতি বছর এমন শিশু বিজ্ঞান উৎসব আয়োজনের জোরালো দাবি ওঠে। সংগঠনের পক্ষ থেকে সমাপ্তি ভাষণ দেন জেলা সভাপতি বাসব বসাক। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক দেবাশিস রায়, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সমরনাথ চ্যাটার্জী, সুশীল বিশ্বাস, প্রদ্যোৎ কর্মকার, গণজিৎ ভৌমিক, তাপস রায়, দেবব্রত ঘোষ, পাপড়ি রায়, রত্না চ্যাটার্জী প্রমুখ। সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যাসাগর কেন্দ্রের সভাপতি শ্রীদুলাল মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণজিৎ ভৌমিক। 


এই শিশু বিজ্ঞান উৎসবকে ঘিরে সমগ্র বারাসাত জুড়ে, বিশেষতঃ স্কুলগুলিতে প্রবল উৎসাহ নজরে এসেছে।

Your Opinion

We hate spam as much as you do