Tranding

03:02 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / যুক্তিবাদের প্রসারে বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান অভীক্ষা ! বিভিন্ন প্রান্তে স্কুলছাত্রদের ভিড়

যুক্তিবাদের প্রসারে বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান অভীক্ষা ! বিভিন্ন প্রান্তে স্কুলছাত্রদের ভিড়

বহু অভিভাবক ও ছাত্র ছাত্রী বিজ্ঞান মঞ্চের সদস্য পদ নেন ও বিজ্ঞান মঞ্চের কাজের সাথে ভবিষ্যতে যুক্ত হওয়ার আগ্রহ দেখান।

যুক্তিবাদের প্রসারে  বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান অভীক্ষা ! বিভিন্ন প্রান্তে স্কুলছাত্রদের ভিড়

যুক্তিবাদের প্রসারে  বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান অভীক্ষা ! বিভিন্ন প্রান্তে স্কুলছাত্রদের ভিড় 

১৫ অক্টোবর ২০২৩


শিশু কিশোর মনন চিন্তনে বিজ্ঞান ও সংস্কৃতি নির্মাণে বিজ্ঞান মঞ্চের অনন্য প্রয়াসে আজ পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে  বিজ্ঞান অভীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায়  মত বিধান নগর কেন্দ্রেও সাফল্যের সাথে এই পরীক্ষাটি নেওয়া হয়। বিধান নগরের ভগবতী স্কুলে সকাল ১১ টা থেকে পরীক্ষা টি শুরু হয় ও শেষ হয় দুপুর ১২:৩০ টায়। বিভিন্ন স্কুল থেকে ৩০০ র মত ছাত্র ছাত্রী এই পরীক্ষায় অংশ নেন। অভিভাবক ও ছাত্র ছাত্রীদের মধ্যে এই পরীক্ষা নিয়ে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। পরীক্ষা উপলক্ষে বহু তরুণ তরুণী বিধান নগর অঞ্চলে এটি সংগঠিত করতে উদ্যোগ নেন। 


ডিরোজিও বিজ্ঞান চক্রের পক্ষ থেকে শ‍্যামনগর বালিকা বিদ‍্যালয়ে শিশু ছাত্র ছাত্রীর ভিড়। ইছাপুর ডাক্তার অনিলকান্ত ভট্টাচার্য বিজ্ঞান চক্র, ডক্টর এপিজে আবদুল কালাম বিজ্ঞান চক্র এবং আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞানচক্রের পক্ষ থেকেও বিপুল ছাত্র ছাত্রী উপস্থিত হয়। মুলত পঞ্চম থেকে দশম শ্রেনীর ছাত্র ছাত্রীরা অংশ নেয়।


বহু অভিভাবক ও ছাত্র ছাত্রী বিজ্ঞান মঞ্চের সদস্য পদ নেন ও বিজ্ঞান মঞ্চের কাজের সাথে ভবিষ্যতে যুক্ত হওয়ার আগ্রহ দেখান।

Your Opinion

We hate spam as much as you do