১৪ দিন লড়াই চললো। বিক্ষোভ মুক্তির দাবী হয়েছে রাজপথে, আদালতে। উত্তর ২৪ পরগণা জেলা সহ রাজ্যের সব থানায় মিথ্যা মামলায় জেলে আটকে রাখার জন্য বিক্ষোভ দেখায় ছাত্র-যুব-মহিলা সংগঠন। গতকাল কলকাতায় প্রতিবাদ মিছিল হয়। সোশাল মিডিয়াতেও প্রতিবাদ চলেছে।
১৪ দিন পর জামিনে মুক্ত বারাসাতে আটক SFI /DYFI এর ছাত্র যুবরা
২৬ এপ্রিল ২০২৩
মুলত চাকরি দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছ নিয়োগের দাবীতে বারাসাতে বিক্ষোভ দেখাতে আসা এবং পুলিসের হাতে আটক
১০ জন ছাত্র-যুব কর্মীর আজ ১৪ দিন পর জামিন হলো। আজ ওরা মুক্ত হল জেলের বাইরের আকাশ দেখল। ১৪ দিন লড়াই চললো। বিক্ষোভ মুক্তির দাবী হয়েছে রাজপথে, আদালতে। উত্তর ২৪ পরগণা জেলা সহ রাজ্যের সব থানায় মিথ্যা মামলায় জেলে আটকে রাখার জন্য বিক্ষোভ দেখায় ছাত্র-যুব-মহিলা সংগঠন। গতকাল কলকাতায় প্রতিবাদ মিছিল হয়। সোশাল মিডিয়াতেও প্রতিবাদ চলেছে।
রাস্তার এই লড়াইয়ের পাশে বিশেষ ভাবে উল্লেখ করতে হয় এ আই এল ইউ-র আইনজীবীদের কথা। প্রতিদিন শতাধিক আইনজীবীরা আদালতে সত্য প্রতিষ্ঠার লড়াই করেছেন বলে জানা যায় । প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও আইনি লড়াইয়ে বারাসাত কোর্টে উপস্থিত হয়েছিলেন। সবার সব লড়াইয়ের মধ্যে দিয়ে ওরা জামিন পেলো। আইনি লড়াই চলবে। রাস্তায় লড়াই হবে আরো জোরালো হবে বলে জানালেন ছাত্র যুব কর্মীরা।
We hate spam as much as you do