Tranding

11:24 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / আবাসনে অফিসের মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বেলঘরিয়া রথতলা এলাকায়"""

আবাসনে অফিসের মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বেলঘরিয়া রথতলা এলাকায়"""

গতকাল সকালে বেনারস থেকে ফিরে সরাসরি অফিসে যোগদান করে বিনু, সন্ধ্যা হয়ে যাবার পরেও বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন বেলঘরিয়া রথতলা বিনুর অফিসে তাকে খোঁজার জন্য আসে ,অফিসে এসে দেখতে পায় দরজা বন্ধ।

আবাসনে অফিসের মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বেলঘরিয়া রথতলা এলাকায়"""

"""আবাসনে অফিসের মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বেলঘরিয়া রথতলা এলাকায়"""

 

বেলঘড়িয়ার রথ তলা এলাকায় রয়াল প্লাজা নামের এক আবাসনে সফটওয়্যার ডিজাইনারের অফিস ছিল, সেই অফিসে কাজ করতো বছর চব্বিশের চিৎপুর এলাকার বাসিন্দা বিনু সাউ, পুজোতে তারা চার বন্ধু মিলে বেনারসে ঘুরতে গিয়েছিল । 


আর গতকাল সকালে বেনারস থেকে ফিরে সরাসরি অফিসে যোগদান করে বিনু, সন্ধ্যা হয়ে যাবার পরেও বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন বেলঘরিয়া রথতলা বিনুর অফিসে তাকে খোঁজার জন্য আসে ,অফিসে এসে দেখতে পায় দরজা বন্ধ।


 এক ঘন্টা ধরে ধাক্কাধাক্কির পর দরজা খুলে এবং ভেতরে গিয়ে দেখা যায় ঝুলন্ত অবস্থায় রয়েছে বিনু সাউয়ের মৃতদেহ, আবাসনের নিরাপত্তাকর্মী জানিয়েছেন গতকাল পাঁচজন যুবক ওই অফিসে আসে, খুন নাকি আত্মহত্যা ঘনীভূত হচ্ছে রহস্য, তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ, অফিস থেকে বেলঘড়িয়া থানা পুলিশ একটি ল্যাপটপ উদ্ধার করেছে।।

Your Opinion

We hate spam as much as you do