বেলঘড়িয়ার পর টিটাগড়ে (Titagarh)। তৃণমূলের (TMC) পার্টি অফিসের সামনে ব্যাপক বোমাবাজির ঘটনা । দলীয় কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। মারা হয় বন্দুকের বাঁট দিয়েও।
টিটাগড়ে তৃণমূল অফিসের সামনে আবার বোমাবাজি, জখম বৃদ্ধা
টিটাগড়ে আবার বোমাবাজি ! তৃণমূল অফিসের সামনে বেপরোয়া ‘বোমাবাজি’তে জখম বৃদ্ধা
দলীয় কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। মারা হয় বন্দুকের বাঁট দিয়েও। বোমাবাজির মাঝে পড়ে গুরুতর জখম হন এক বৃদ্ধা।
বেলঘড়িয়ার পর টিটাগড়ে (Titagarh)। তৃণমূলের (TMC) পার্টি অফিসের সামনে ব্যাপক বোমাবাজির ঘটনা । দলীয় কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। মারা হয় বন্দুকের বাঁট দিয়েও। বোমাবাজির মাঝে পড়ে গুরুতর জখম হন এক বৃদ্ধা। ঘটনাকে ঘিরে উত্তপ্ত টিটাগড় পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড।টিটাগড় পুরানি বাজার এলাকার ঘটনা।
রবিবার রাতে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ে বসে ছিলেন কয়েকজন কর্মী। রাতে বাইকে এসে কিছু লোক আচমকা বোমাবাজি করতে থাকে। দলীয় কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ।
সে সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধা। বোমার আঘাতে তিনিও গুরুতর জখম হন। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। খবর চাউর হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এলাকার বাসিন্দাদের বিক্ষোভে ভিড় হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দা ও টিটাগড় থানার পুলিশ।
স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান । বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের কাজ বলেই অভিযোগ তৃণমূলের।
বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ।পুলিশের বক্তব্য দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াই এই অঞ্চলে সবাই জানে।এই বোমাবাজি তারই একটা অংশ।
ছবি - সংগৃহিত
We hate spam as much as you do