অগ্নিকাণ্ডে বিধ্বস্ত বিলকান্ডা গেঞ্জি কারখানার আগুন লাগার প্রায় 59 ঘণ্টা পর পুলিশকর্মীর দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা কর্মীরা দফায় দফায় ভগ্নপ্রায় কারখানায় ঢুকে প্রথমে মৃতদেহ শনাক্ত করেন
বিলকান্দা গেঞ্জি কারখানা থেকে চার শ্রমিক যুবকের লাশ পাওয়া গেল।
অগ্নিকাণ্ডে বিধ্বস্ত বিলকান্ডা গেঞ্জি কারখানার আগুন লাগার প্রায় 59 ঘণ্টা পর পুলিশকর্মীর দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা কর্মীরা দফায় দফায় ভগ্নপ্রায় কারখানায় ঢুকে প্রথমে মৃতদেহ শনাক্ত করেন এরপর পরপর চার জনের মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্ত ব্যারাকপুরের মনোজ ভার্মা জানান মৃতদেহগুলি শনাক্ত করে ময়নাতদন্ত এ পাঠানো হয়েছে এরপরে আইনানুগ সমস্ত রকম ব্যবস্থা নেবে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে আসবে ফরেনসিক বিশেষজ্ঞ দল
We hate spam as much as you do