সেই যুবক সেই জায়গা থেকে পালিয়ে বিহারে গিয়ে গাগৌরী থানায় অভিযোগ জানায় তাদেরকে এই জায়গায় আটকে রাখা হয়েছিল সেই অভিযোগে ভিত্তি করে গতকাল রাতে বিহার পুলিশ ব্যারাকপুর গোয়েন্দা অফিসারদের নিয়ে পানিহাটি নরসিংহ দত্ত ঘাটতি পরিত্যক্ত জমিতে অভিযান চালায় জমিতে জঙ্গল থাকায় তদন্তের কাজ চালাতে অসুবিধা হয় তারপর আজ সকাল থেকে গোটা জমির জঙ্গল পরিষ্কার করা হয়।
পানিহাটিতে মাটির নিচে সুড়ঙ্গে আটকে রাখার অভিযোগ বিহারের এক যুবকের,
পানিহাটি নরসিংহ দত্ত ঘাট রোড এলাকা বালক ব্রহ্মচারী আশ্রম এর কাছে একটি পরিত্যক্ত জমিতে মাটির নিচে সুড়ঙ্গে কুড়ি থেকে ২২ জন যুবককে আটকে রাখা হয়েছিল আর সেই যুবকদের মধ্যে একজন যুবক বিহারের বাসিন্দা ছিল।
সেই যুবক সেই জায়গা থেকে পালিয়ে বিহারে গিয়ে গাগৌরী থানায় অভিযোগ জানায় তাদেরকে এই জায়গায় আটকে রাখা হয়েছিল সেই অভিযোগে ভিত্তি করে গতকাল রাতে বিহার পুলিশ ব্যারাকপুর গোয়েন্দা অফিসারদের নিয়ে পানিহাটি নরসিংহ দত্ত ঘাটতি পরিত্যক্ত জমিতে অভিযান চালায় জমিতে জঙ্গল থাকায় তদন্তের কাজ চালাতে অসুবিধা হয় তারপর আজ সকাল থেকে গোটা জমির জঙ্গল পরিষ্কার করা হয়।
We hate spam as much as you do