ভোর চারটে থেকে লাইন দিয়ে সোদপুর স্টেশন রোডে উপর লোকসংস্কৃতি ভবনে মানুষ লাইন দিয়ে দাঁড়ায় তারপরে বলা হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ভ্যাকসিন নেই বলে দেওয়া যাবেনা তখন এই বয়স্ক মানুষেরা সোদপুর স্টেশন রোড অবরোধ করে এই অবরোধ প্রায় 40 মিনিট ধরে চলে একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধের ফলে যানজট হয়ে যায় খড়দা থানা পুলিশের হস্তক্ষেপে সেই অবরোধ বয়স্ক মানুষেরা তুলে নেয়।
ভ্যাকসিন না পেয়ে পথ অবরোধ
করোনাভাইরাসে যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছে এবং মৃত্যু হচ্ছে তার হাত থেকে সাময়িক রক্ষা পাওয়ার জন্য করোনা ভাইরাস ভ্যাকসিন যে এসেছে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে তা প্রয়োগের কর্মসূচি গ্রহণ করেন সরকারের পক্ষ থেকে প্রথম প্রতিষেধক দেওয়া হয় এরপরে দ্বিতীয়বার প্রতিষেধক দেওয়ার কথা জানায় সরকারের পক্ষ থেকে সেই অনুযায়ী বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধারা গতকাল থেকে ভোর চারটে থেকে লাইন দিয়ে সোদপুর স্টেশন রোডে উপর লোকসংস্কৃতি ভবনে মানুষ লাইন দিয়ে দাঁড়ায় তারপরে বলা হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ভ্যাকসিন নেই বলে দেওয়া যাবেনা তখন এই বয়স্ক মানুষেরা সোদপুর স্টেশন রোড অবরোধ করে এই অবরোধ প্রায় 40 মিনিট ধরে চলে একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধের ফলে যানজট হয়ে যায় খড়দা থানা পুলিশের হস্তক্ষেপে সেই অবরোধ বয়স্ক মানুষেরা তুলে নেয়। রাজ্য সরকার এবং পৌরসভাগুলোর স্বাস্থ্যব্যবস্থা এরকম একটি রোগের ভ্যাকসিন দেওয়া নিয়ে প্রশাসনের দুর্বলতা অবশ্যই প্রকাশ হচ্ছে স্বাস্থ্যব্যবস্থার অন্য দূর্বলতার ফলস্বরূপ এই ধরনের ঘটনা একদিকে অক্সিজেনের অভাব অন্যদিকে হাসপাতালগুলোতে বেডের অভাব আর মানুষ ভ্যাকসিন নিতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে ।
We hate spam as much as you do