গোটা ভারতবর্ষ সহ গোটা পৃথিবী উদ্বেলিত এই সময় বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে। সংখ্যালঘুর উপর নির্যাতনে বর্তমানে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার তাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবি একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবে দেখা দিয়েছে। সেই সঙ্গে ভারতবর্ষে সহ গোটা পৃথিবীতে সংখ্যালঘু নির্যাতন বন্ধে গণ উদ্যোগ গ্রহণ করার দাবি, গোটা পৃথিবী জুড়ে গণতান্ত্রিক মানুষ করছে।
বাংলাদেশ সহ সর্বত্র সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বামফ্রন্ট- লিবারেসনের মিছিলে উত্তাল বারাসাত
২৭ ডিসেম্বর ২০২৪
আজ বারাসাতে বামফ্রন্ট এবং তাদের নতুন সাথী সিপিআই(এমএল) লিবারেশনের পক্ষ থেকে উত্তর ২৪ পরগনা জেলার সংগঠকদের ও সমর্থকদের সাম্প্রতিক বিষয়ের উপর মিছিল সংঘটিত হলো।
মিছিলে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, রাজ্য নেতা পলাশ দাশ সহ জেলার অন্যান্য নেতৃত্ব, সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষে সঞ্জীব চট্টোপাধ্যায় সিপিআই এর অমলেন্দু দেবনাথ, লিবারেশন এর নেতা সুব্রত সেনগুপ্ত, নবেন্দ ভট্টাচার্য নৈহাটির প্রার্থী দেবজ্যোতি মজুমদার সহ আরও অনেকে।
গোটা ভারতবর্ষ সহ গোটা পৃথিবী উদ্বেলিত এই সময় বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে। সংখ্যালঘুর উপর নির্যাতনে বর্তমানে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার তাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবি একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবে দেখা দিয়েছে। সেই সঙ্গে ভারতবর্ষে সহ গোটা পৃথিবীতে সংখ্যালঘু নির্যাতন বন্ধে গণ উদ্যোগ গ্রহণ করার দাবি, গোটা পৃথিবী জুড়ে গণতান্ত্রিক মানুষ করছে।
এই মিছিলে মহিলাদের হাতে যে ব্যানার ছিল তাতে আরজিকরের অভয়ার বিচারের দাবির কথা ছিল। ছিল কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর সাথে রাজ্য পুলিশের সেটিং এর বিরুদ্ধে স্লোগান ।
সেই সঙ্গে এই মিছিলে সংবিধান প্রণেতা বাবাসাহেব ভিমরাও আম্বেদকরের বিরুদ্ধে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে স্লোগান । বেশ কয়েক হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন
We hate spam as much as you do