Tranding

12:21 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / দমদম উত্তর-বিধায়ক তন্ময় জিতছেন, চন্দ্রিমা-অর্চনার বিরুদ্ধে 

দমদম উত্তর-বিধায়ক তন্ময় জিতছেন, চন্দ্রিমা-অর্চনার বিরুদ্ধে 

এখানে এবারেও প্রার্থী গতবারের বিজয়ী সিপিএমের বহু পরিচিত নেতা তন্ময় ভট্টাচার্য । গত কয়েক বছর টেলিভিশনে নানা বিতর্কে অংশগ্রহণ করে তন্ময়বাবু অনেক আগে থেকেই প্রচারের আলোয়।

দমদম উত্তর-বিধায়ক তন্ময় জিতছেন, চন্দ্রিমা-অর্চনার বিরুদ্ধে 

দমদম উত্তর-বিধায়ক তন্ময় জিতছেন, চন্দ্রিমা-অর্চনার বিরুদ্ধে 

উত্তর ২৪ পরগনার ১১০ দমদম উত্তর একটা উল্লেখযোগ্য  বিধানসভা । এখানে এবারেও প্রার্থী গতবারের বিজয়ী সিপিএমের বহু পরিচিত নেতা তন্ময় ভট্টাচার্য । গত কয়েক বছর টেলিভিশনে নানা বিতর্কে অংশগ্রহণ করে তন্ময়বাবু অনেক আগে থেকেই প্রচারের আলোয়।
বিধানসভায় বিরোধী হিসাবে তন্ময়বাবু গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। এর আগে চন্দ্রিমা ভট্টাচার্য এর বিরুদ্ধে বিধায়ক প্রাপ্ত টাকা খরচ না করার অভিযোগ ছিল। কিন্তু অনেক অসুবিধা সত্ত্বেও তন্ময়বাবু স্কুল,  কলেজের উন্নয়ন খাতে সেই টাকা পরিকল্পনা অনুযায়ী খরচ করতে পেরেছেন।
এই রাজ্যে বামপন্থীদের বড় ভুমিকা করোনা কালে জনসেবা। সেক্ষেত্রে এই অঞ্চলের দীর্ঘ সময় ধরে চলেছে জ্যোতি বসু শ্রমজীবী ক্যান্টিন। আম্ফান দূর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য । অভিযোগ সেই সময় তৃণমূল প্রার্থীর দেখা মেলেনি।  
তন্ময় ভট্টাচার্য ঘুরছেন। বিরাটি,  নিমতার বিস্তীর্ণ অঞ্চলের মানুষের কাছে গিয়ে যথেষ্ট সাড়া পাচ্ছেন। সারা বছর মানুষের কাছাকাছি থাকার ফল পাবেন। বক্তৃতায় বারবার উঠে আসছে সংযুক্ত মোর্চার আবেদনপত্রের কথা। পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের সুযোগ শেষ হয়ে গেছে। এটাই মুল সমস্যা । বামফ্রন্ট সরকার এই বিষয়ে পরিকল্পনা,  উদ্যোগ নিয়েছিল । বারবার উঠে আসছে সিঙ্গুর, নন্দীগ্রামের ধ্বংসাত্মক রাজনীতির কথা। কেন্দ্রীয় সরকার যেভাবে রাষ্ট্রায়ত্ত্ব শিল্পগুলোকে বেসরকারিকরণ করছে তাতে আর কোনো ছেলে মেয়ে সরকারি চাকরি পাবেনা। বাড়ছে রান্নার গ্যাসের দাম অন্যদিকে রাজ্য সরকারের প্রত্যক্ষ মদতে ইলেকট্রিক খরচ বাড়ছে হু হু করে। জীবনযুদ্ধে অস্থির সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে । তন্ময়বাবু সাধারণ মানুষকে এই বক্তব্য নিয়েই যাচ্ছেন। সংযুক্ত মোর্চার সরকার এলে তা বামফ্রন্ট সরকারের শিল্প কর্মসংস্থানের  পরিকল্পনা বাস্তবায়নের কথা উল্লেখ করছেন।

২০১৬ তে হেরে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ চন্দ্রিমা ভট্টাচার্য । পরে তিনি কাঁথি উত্তর থেকে জিতে আসেন।
আবার এ বছর দমদম উত্তরে তিনি আসতে চাননি বলে সুত্রের খবর। কিন্তু তাকে দমদম উত্তরের অস্বস্তিকর কেন্দ্রে আবার প্রার্থী করে দল। গত নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। কিন্তু তাও জয় আসেনি। এবার বিষয়টি আরও কঠিন।
এবারের বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারকে বিজেপির অধিকাংশ চেনেন না বলে অভিযোগ । প্রার্থী ঘোষনার পর বিভিন্ন যায়গায় অনেক রাত পর্যন্ত প্রকাশ্যে বিক্ষোভ, মারপিট চলেছে।
এই কেন্দ্রের সাধারণ মানুষের সাথে কথা বললে বোঝা যায় , সারা রাজ্যের বহুল পরিচিত মুখ তন্ময় ভট্টাচার্য পুনরায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা স্পষ্ট  । 
সুত্র-অয়ন বসু

Your Opinion

We hate spam as much as you do