Tranding

11:25 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / বারাসতে বাম ছাত্র-যুবদের ১০জনকে ১৯এপ্রিল পর্যন্ত জেল হেফাজত প্রতিবাদে নেতৃত্ব

বারাসতে বাম ছাত্র-যুবদের ১০জনকে ১৯এপ্রিল পর্যন্ত জেল হেফাজত প্রতিবাদে নেতৃত্ব

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি, একশো দিনের কাজের বকেয়া পরিশোধ, আবাস যোজনায় ন্যায্য প্রাপকদের ঘর দেওয়া-সহ সাত দফা দাবিতে এদিন দুপুরে বারাসতের হেলা বটতলা থেকে মিছিল করে জেলা পরিষদে ডেপুটেশন দিতে যাচ্ছিল বাম ছাত্র-যুবরা। কিন্তু জেলা পরিষদের প্রবেশের আগেই ছন্দপতন। পুলিশের ব্যারিকেডে মিছিল বাধা পায়। ব্যারিকেড ভেঙে মিছিল এগোতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। অভিযোগ পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তিতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

বারাসতে বাম ছাত্র-যুবদের ১০জনকে ১৯এপ্রিল পর্যন্ত জেল হেফাজত  প্রতিবাদে নেতৃত্ব

বারাসতে বাম ছাত্র-যুবদের ১০জনকে ১৯এপ্রিল পর্যন্ত জেল হেফাজত  প্রতিবাদে নেতৃত্ব 

১২ এপ্রিল ২০২৩

বারাসতে বাম ছাত্র-যুব-মহিলার বিক্ষোভে
পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ এবং বিনা কারণে ১০জন কর্মীকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছিল। এরপর আদালত এদের ১৯ তারিখ পর্যন্ত জেল হেফাজত দিল। এর প্রতিবাদে আজ সর্বত্র বামেদের তরফ থেকে মিছিল সংগঠিত হয়।


প্রশাসনের বক্তব্য পুলিশকে মান‍্যতা না দেওয়া  এবং আইন ভাঙার অভিযোগে এই গ্রেপ্তার। পরিস্থিতি সামাল দিতে পালটা  বিক্ষোভকারীদের। মঙ্গলবার জেলা পরিষদে বামফ্রন্টের ছাত্র-যুবদের মিছিল করে এই স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি ঘিরে কার্যত রণক্ষেত্রে চেহারা নিয়েছিল বারাসত চত্বর।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি, একশো দিনের কাজের বকেয়া পরিশোধ, আবাস যোজনায় ন্যায্য প্রাপকদের ঘর দেওয়া-সহ সাত দফা দাবিতে এদিন দুপুরে বারাসতের হেলা বটতলা থেকে মিছিল করে জেলা পরিষদে ডেপুটেশন দিতে যাচ্ছিল বাম ছাত্র-যুবরা। কিন্তু জেলা পরিষদের প্রবেশের আগেই ছন্দপতন। পুলিশের ব্যারিকেডে মিছিল বাধা পায়। ব্যারিকেড ভেঙে মিছিল এগোতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। অভিযোগ পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তিতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার কারনে পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ। বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, “এদিনের ঘটনায় পাঁচজন পুলিশ কর্মী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা করানো হয়। পাশাপাশি ১০ জনকে আমরা আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হবে।” 

মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, যুবকরা সরকারি সম্পত্তি নষ্ট করেছে। অন‍্যদিকে
 এই অভিযোগ অস্বীকার করে ডিওয়াইএফআই  সংগঠনের জেলা সম্পাদক সপ্তর্ষি দেব বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে জেলা পরিষদ অভিযান করছিলাম। কিন্তু, পুলিশ বাধা দেয়। পুলিস আমাদের উপর লাঠিচার্জ করায় কর্মীরা প্রতিরোধ করেছে। কোথাও কোনও সম্পত্তি নষ্ট হয়নি। তবুও আমাদের কর্মীদের পুলিশ আটক করেছে।”
এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার জেলা সদর বারাসত মিছিলের ডাক দিয়েছে তৃণমূল। অন‍্যদিকে বাম ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে আটকদের নিঃশর্ত মুক্তির জন‍্য প্রতিবাদ কর্মসুচী পালন করা হয়।

Your Opinion

We hate spam as much as you do