Tranding

12:23 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / ৪২মাস জেলবন্দীর পর আমডাঙার সিপিআইএম নেতা মুক্তি পেলেন

৪২মাস জেলবন্দীর পর আমডাঙার সিপিআইএম নেতা মুক্তি পেলেন

সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়ে তারাবেড়িয়া, মরিচা ও বোদাই গ্রাম পঞ্চায়েত এলাকাতে। এ ঘটনার জেরে ওই তিন গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন স্থগিত করা হয়। যা অত্যাশ্চর্য আজও গঠন করা যায়নি এখনো পর্যন্ত কেউ বিশেষ দল পরিবর্তন করেনি সংঘর্ষে নিহত হয় মুজাফ্‌ফর আহমেদ নামে সিপি আই এম কর্মী। সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়। গোটা এলাকায় পুলিশের তরফে তল্লাশি অভিযান চালানো হয়

৪২মাস জেলবন্দীর পর আমডাঙার  সিপিআইএম নেতা মুক্তি পেলেন

৪২মাস জেলবন্দীর পর আমডাঙার  সিপিআইএম নেতা মুক্তি পেলেন


২০১৮ সালের সেপ্টেম্বর মাস পশ্চিমবাংলার রাজনীতিতে উল্লেখযোগ্য হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনার অখ্যাত গ্রাম আমডাঙ্গা ওই বছর পঞ্চায়েত নির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেসের সর্বাত্মক সন্ত্রাসের অভিযোগ পাওয়া যায়। প্রায় সমস্ত অঞ্চলে পঞ্চায়েত দখল করলেও আমডাঙায় পঞ্চায়েত ভোট গঠন করা নিয়ে তীব্র সংঘর্ষ বাধে। বহু জায়গায় তৃণমূল কংগ্রেস গরিষ্ঠতা না পেলেও অন্য দল থেকে লোক ভাঙ্গিয়ে বোর্ড তৈরি করে। কিন্তু আমডাঙায় সেই কাজে সফল হয়না হলে সংঘর্ষ বাড়তেই থাকে সেই সংঘর্ষ এমন পর্যায়ে যায় যেপঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে আমডাঙায়  ৩ জন নিহত হয়।


সংঘর্ষে জখম হয় ১৫। জখম ৭জনকে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।পুলিশ সূত্রে জানা যায় পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে দুই দলের কর্মীদের মধ্যে গোলমাল বাধে। একে অপরকে লক্ষ্য করে বোমাবাজি চলে। সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়ে তারাবেড়িয়া, মরিচা ও বোদাই গ্রাম পঞ্চায়েত এলাকাতে। এ ঘটনার জেরে ওই তিন গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন স্থগিত করা হয়। যা অত্যাশ্চর্য আজও গঠন করা যায়নি এখনো পর্যন্ত কেউ বিশেষ দল পরিবর্তন করেনি সংঘর্ষে  নিহত হয় মুজাফ্‌ফর আহমেদ নামে সিপি আই এম কর্মী। সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে     এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়। গোটা এলাকায় পুলিশের তরফে তল্লাশি অভিযান চালানো হয় । এলাকা থেকে প্রচুর বোমা উদ্ধার করে পুলিশ।


সংঘর্ষের জেরে বেশ কয়েকটি সিপিআইএম অফিসে রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন লাগানো হয় বলে পুলিশ সূত্রে জানা যায় । একইসঙ্গে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয় বলেও খবর ছিল । বহু বাড়িতেও ভাঙচুর চালানো হয়। বোমাবাজি ও গুলি চলে , বহু মানুষ ঘরছেড়ে আতঙ্কে অন্যত্র পালিয়ে যান। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় র‌্যাফ মোতায়েন করা হয়েছিল ।
এই এই ঘটনায় সিপিআইএম নেতা আহমেদ আলি খান সহ অনেককেই পুলিশ জেলবন্দি করে। আহমেদ খান কিছুদিন আগে মুক্তি পান। এবার ৪২ মাস পর মুক্তি পেলেন পার্টি সদস্য মহম্মদ ইছা নবী। অভিযোগ রাজ্য সরকার এইসব পার্টির সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ছিল। অত্যন্ত আশ্চর্যের বিষয় এখনো এই অখ্যাত গ্রামে ভোটের চার বছর পরও ঐ তিনটি পঞ্চায়েতে বোর্ড গঠন সম্ভব হয় নি। সিপিআইএম এর নেতা আহমেদ আলি খান একটি বই লিখেছেন "লড়াই-এর আর এক নাম আমডাঙ্গা " বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন সিপিআইএমের রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক ডাঃ সূর্যকান্ত মিশ্র।

Your Opinion

We hate spam as much as you do