Tranding

12:22 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / সন্দেশখালির বানভাসিদের পাশে পুলিশের মানবিক মুখ

সন্দেশখালির বানভাসিদের পাশে পুলিশের মানবিক মুখ

৯টি দ্বীপ বেষ্টিত অসংখ্য নদী ঘেরা সন্দেশখালি জোড়া ফলার তান্ডবে ছিন্নভিন্ন।জমি জিরেন বসত ভিটে লোনা জলের গ্রাসে। জীবনজীবিকা গভীর সঙ্কটে।এমতবস্থায় সন্দেশখালি থানা সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিল

সন্দেশখালির বানভাসিদের পাশে পুলিশের মানবিক মুখ

সন্দেশখালির বানভাসিদের পাশে পুলিশের মানবিক মুখ

দীনদরিদ্রের প্রতিটি মানবিক।এমনই ভিন্ন ধারার ছবিতে।পুলিশের মানবিক মুখ দেখা গেল সন্দেশখালির লোনা মাটিতে।সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াস সাথে দোসর পূর্ণিমার ভরা কোটালে বিধ্বস্ত সুন্দরবন অঞ্চল। ৯টি দ্বীপ বেষ্টিত অসংখ্য নদী ঘেরা সন্দেশখালি জোড়া ফলার তান্ডবে ছিন্নভিন্ন।জমি জিরেন বসত ভিটে লোনা জলের গ্রাসে। জীবনজীবিকা গভীর সঙ্কটে।এমতবস্থায় সন্দেশখালি থানা সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিল সন্দেশখালির বানভাসিদের দিকে।মনিপুর, ভাঙা তুষখালি, জেলিয়াখালির বিস্তীর্ন এলাকার জলবন্দী মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ত্রাণ সামগ্রী।থানার ভারপ্রাপ্ত আধিকারীক তিলক সান্যাল ও থানার অন্যান্য আধিকারীক,পুলিশ কর্মী,সিভিক ভলেন্টিয়াররা পালা করে করে এই মানবিক উদ্যোগে সামিল।আইন শৃঙ্খলা রক্ষনাবেক্ষন এবং সাথে সাথে বন্যা বিধ্বস্ত সন্দেশখালির সব হারানোদের পাশে পুলিশের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি বানভাসীরা।

Your Opinion

We hate spam as much as you do