Tranding

11:18 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / নৈহাটিতে বাম সমর্থিত লিবারেশন প্রার্থীর সমর্থনে জুট মিলে বিহার এমএলএ

নৈহাটিতে বাম সমর্থিত লিবারেশন প্রার্থীর সমর্থনে জুট মিলে বিহার এমএলএ

নৈহাটিতে এ বার লিবারেশনের প্রার্থী দেবজ্যোতি মজুমদারকে সমর্থন করছে বামফ্রন্ট। প্রচারে এসে শুক্রবার বিধায়ক সত্যদেব বলেছেন, ‘‘চটকল মজদুরের জীবন-জীবিকার প্রশ্ন আজ বিধানসভায় তুলে ধরার কেউ নেই। এই উপনির্বাচন সেই সুযোগ এনে দিয়েছে। আমাদের মজদুরের প্রতিনিধি পাঠাতে হবে। মজদুরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করতে সরকারকে বাধ্য করতে হবে। তার জন্য সিপিআই (এমএল)লিবারেশন প্রার্থীকে জয়ী করতে হবে।

নৈহাটিতে বাম সমর্থিত লিবারেশন প্রার্থীর সমর্থনে জুট মিলে বিহার এমএলএ

নৈহাটিতে বাম সমর্থিত লিবারেশন প্রার্থীর সমর্থনে জুট মিলে বিহার এমএলএ 


 ০৯ নভেম্বর ২০২৪ 

এখনকার বিধানসভায় মজদুরদের প্রতিনিধি নেই। এই উপনির্বাচনে সেই সুযোগ কাজে লাগাতে হবে। নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রচারে এসে এই আবেদন করলেন বিহারের সিওয়ানের সিপিআই (এমএল) লিবারেশন বিধায়ক সত্যদেব রাম।

 

নৈহাটিতে এ বার লিবারেশনের প্রার্থী দেবজ্যোতি মজুমদারকে সমর্থন করছে বামফ্রন্ট। প্রচারে এসে শুক্রবার বিধায়ক সত্যদেব বলেছেন, ‘‘চটকল মজদুরের জীবন-জীবিকার প্রশ্ন আজ বিধানসভায় তুলে ধরার কেউ নেই। এই উপনির্বাচন সেই সুযোগ এনে দিয়েছে। আমাদের মজদুরের প্রতিনিধি পাঠাতে হবে। মজদুরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করতে সরকারকে বাধ্য করতে হবে। তার জন্য সিপিআই (এমএল)লিবারেশন প্রার্থীকে জয়ী করতে হবে। মজদুরদের কাছে এই বার্তা আমাদের নিয়ে যেতে হবে।’’ নৈহাটি জুট মিল ইউনিয়ন দফতর এবং তার পরে মহল্লায় শ্রমিকদের মধ্যে প্রচারে গিয়েছিলেন বিহারের বিধায়ক। নৈহাটিতে ইতিমধ্যেই একসঙ্গে প্রচার করে গিয়েছেন লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য ও সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।  উত্তর ২৪ পরনগার আর এক বিধানসভা কেন্দ্রে হাড়েয়ায় আজ, শনিবার একসঙ্গে নির্বাচনী কর্মসূচিতে থাকলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এবং আইএসএফের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকীর।

Your Opinion

We hate spam as much as you do