Tranding

05:14 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / অসংগঠিত শ্রমিকের সামাজিক সুরক্ষার দাবিতে ব্যারাকপুর লেবার কমিশনে বিক্ষোভ

অসংগঠিত শ্রমিকের সামাজিক সুরক্ষার দাবিতে ব্যারাকপুর লেবার কমিশনে বিক্ষোভ

আজকের এই বিক্ষোভ দাবি তোলা হয়েছে সকলকে সঠিক ভাবে পেনশন দিতে হবে চিকিৎসার দায়িত্ব নিতে হবে এমনকি পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে তৈরি যে সাসপাউ তার অনেকেই প্রাপ্য টাকা পাচ্ছেন না।

অসংগঠিত শ্রমিকের সামাজিক সুরক্ষার দাবিতে ব্যারাকপুর লেবার কমিশনে বিক্ষোভ

অসংগঠিত শ্রমিকের সামাজিক সুরক্ষার দাবিতে ব্যারাকপুর লেবার কমিশনে বিক্ষোভ


অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষার দাবিতে আজ সিআইটিইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে ব্যারাকপুর ডেপুটি লেবার কমিশন অফিস বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়া হয়।  মূলত এই করোনার সময়ে অসংগঠিত শিল্পে শ্রমিকরা দারুন সংকটে।  তাদের বেতন সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও অনিচ্ছা কৃত ছুটির দিনগুলোতে কতৃপক্ষ দেয়নি । 


নির্মাণ শ্রমিকদের নেতা প্রণব মজুমদার বলেন নির্মাণ শ্রমিকরা মারাত্মকভাবে এর জন্য ক্ষতিগ্রস্ত বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক তারা তাদের উপযুক্ত বোনাস বেতন পাননি বেশকিছু শিল্পে বেতন কমিয়ে দেয়া হচ্ছে।  সমস্ত সামাজিক সুরক্ষা তুলে নেওয়া হচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিপর্যস্ত বিধ্বস্ত অথচ শ্রমিক ইউনিয়ন গুলোর দাবি যে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই কেন্দ্রীয় সরকার তার শ্রমআইন লাগু করার মধ্যে দিয়ে শোষণের মাত্রা বাড়িয়েছে যে মালিক শ্রেণী,  তাদের বৈধতা দিচ্ছে। 


আজকের এই বিক্ষোভ দাবি তোলা হয়েছে সকলকে সঠিক ভাবে পেনশন দিতে হবে চিকিৎসার দায়িত্ব নিতে হবে এমনকি পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে তৈরি যে সাসপাউ তার অনেকেই প্রাপ্য টাকা পাচ্ছেন না। 


দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছেন আইসিডিএস কর্মীরা। নেত্রী মলিনা ঘোষ বলেন তাদের বলা হচ্ছে শিশুদের বাড়িতে গিয়ে অনলাইন ক্লাস করিয়ে আসতে । যেটা প্রায় অসম্ভব। সিআইটিইউ নেতা শুভজিৎ দাসগুপ্ত বলেন ট্রান্সপোর্ট শ্রমিকরা খুবই দুরবস্থার মধ্যে আছেন। বক্তব্য রাখেন পৌরসভা ইউনিয়নের নেতা দীপক মিত্র।  অভিযোগ করেন মিউনিসিপ্যালিটি গুলোতে অস্থায়ী কর্মচারীদের যথেচ্ছাচার করা হচ্ছে কোনো নিয়ম-কানুন ছাড়াই তাদের বসিয়ে দেওয়া হচ্ছে স্থায়ী করার কোন পরিকল্পনা নেই। এছাড়া প্রদীপ মজুমদার,  শিব শংকর দে বক্তব্য রাখেন সিআইডি উ উত্তর ২৪ পরগনা জেলার সম্পাদিকা গার্গী চ্যাটার্জী তার বক্তৃতায় সামগ্রিকভাবে গোটা দেশে অসংগঠিত শ্রমিকদের অবস্থার মধ্যে আছে তা উল্লেখ করেন। সভাপতিত্ব করেন নেপাল দেব ভট্টাচার্য । 

 

ব্যারাকপুর স্টেশন থেকে একটি সুবিশাল মিছিল কিছু পথ ঘুরে বারাকপুর ডেপুটি লেবার কমিশনের অফিসের সামনে জমায়েত হয়।

Your Opinion

We hate spam as much as you do