Tranding

02:19 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / দমদমে সিপিআইএমের তুমুল বিক্ষোভ রাস্তার জমা জলে বিদ্যুৎপৃষ্ঠ দুই শিশুর মৃত‍্যুর প্রতিবাদে

দমদমে সিপিআইএমের তুমুল বিক্ষোভ রাস্তার জমা জলে বিদ্যুৎপৃষ্ঠ দুই শিশুর মৃত‍্যুর প্রতিবাদে

অভিযোগ করা হয় নয়নজুলি খাল বেআইনি বুঝিয়ে জল নিকাশী ব্যবস্থা বিপর্যস্ত করা হয়েছে। গোটা দমদম শহরকে মেলা খেলা উৎসবে ভরিয়ে রেখে আসল জল বেরোনোর রাস্তা কার্যত বন্ধ করা হয়েছে। বিভিন্ন যায়যায় পরিকল্পনাহীন টাইলস বসিয়ে আসল হাইড্রেনের মুখ বন্ধ করার অভিযোগ করা হয়।

দমদমে সিপিআইএমের তুমুল বিক্ষোভ রাস্তার জমা জলে বিদ্যুৎপৃষ্ঠ দুই শিশুর মৃত‍্যুর প্রতিবাদে

দমদমে সিপিআইএমের তুমুল বিক্ষোভ রাস্তার জমা জলে বিদ্যুৎপৃষ্ঠ দুই শিশুর মৃত‍্যুর প্রতিবাদে 

 


দুই শিশুকন্যার মৃতদেহ পড়ে আছে রাজধানীর উপকন্ঠে ঝাঁ চকচকে শহর দমদমে জমা জলের সামনে ল্যাম্পপোষ্টের পাশে। এই বিভৎস দৃশ্য দেখে শিউরে উঠেছেন শহরবাসী। নিতান্ত প্রশাসনিক গাফিলতি ছাড়া এমন সর্বনাশ হতে পারে না। গর্জে উঠেছে মানুষ। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।


আজ শুক্রবার (২৪/৯/২০২১) বিকেল ৪টায় দক্ষিণ দমদম পৌর সভায় সিপিআইএমের পক্ষ থেকে বিভিন্ন জলন্ত পৌর সমস্যা ও দুই জন কিশোরী বিদ্যুৎপিষ্ট হয়ে মারা যাওয়ায় দায় প্রশাসনেরই-, এই অভিযোগে সকল বিষয় নিয়ে ডেপুটেশন দেওয়া হয়। 

 

অভিযোগ করা হয় নয়নজুলি খাল বেআইনি বুঝিয়ে জল নিকাশী ব্যবস্থা বিপর্যস্ত করা হয়েছে। গোটা দমদম শহরকে মেলা খেলা উৎসবে ভরিয়ে রেখে আসল জল বেরোনোর রাস্তা কার্যত বন্ধ করা হয়েছে। বিভিন্ন  যায়যায় পরিকল্পনাহীন টাইলস বসিয়ে আসল হাইড্রেনের মুখ বন্ধ করার অভিযোগ করা হয়।
অভিযোগ পত্রে দমদমের বৃহত্তর এলাকা জুড়ে অনিয়ন্ত্রিত প্রোমোটার রাজের উল্লেখ করা হয়েছে। ইলেকট্রিক ল্যাম্পপোষ্টগুলোর সুস্থ অবস্থান ও রক্ষনাবেক্ষন না থাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পৌরসভার কাছে এক দাবীপত্রে অবিলম্বে এই সব সমস্যার সমাধানের দাবী করা হয়েছে। সিপিআইএমের রাজ‍্য নেতৃত্ব ও দমদমের বাম প্রার্থী পলাশ দাশ অভিযোগ করেন মানুষের কোনো স্বাভাবিক নিরাপত্তা নেই। এদিকে মেলা, খেলা, আলোকমালায় শহর ভরেছে।  পৌরসভার নিজের বসানো ইলেকট্রিক পোলগুলো নিম্নমানের বলে তিনি অভিযোগ আনেন। 

Your Opinion

We hate spam as much as you do