Tranding

11:26 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / কাউগাছি ২ গ্রাম পঞ্চায়েতে গ্রামসভার দাবীতে বামেদের বিক্ষোভ

কাউগাছি ২ গ্রাম পঞ্চায়েতে গ্রামসভার দাবীতে বামেদের বিক্ষোভ

অবস্থান বিক্ষোভের শেষে প্রতিনিধি দল পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন জমা দেন। তিনি মৌখিভাবে আশ্বাস দেন অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়ে নিয়ম মেনে কাজ এগিয়ে নিয়ে চলার।।

কাউগাছি ২ গ্রাম পঞ্চায়েতে গ্রামসভার দাবীতে বামেদের বিক্ষোভ

কাউগাছি ২ গ্রাম পঞ্চায়েতে গ্রামসভার দাবীতে বামেদের বিক্ষোভ

১৬ই ডিসেম্বর ২০২২

পঞ্চায়েত এর সীমাহীন দুর্নীতির প্রতিবাদে
*গ্রাম সভা ডাকার দাবীতে।
*১০০ দিনের কাজের স্বচ্ছতার দাবীতে।
*প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে।
কাউগাছি ২ গ্রাম পঞ্চয়েতের সামনে বিক্ষোভ অবস্থানে সামিল CITU, AKIS, AIDWA, DYFI, SFI সহ বাম গণতান্ত্রিক আন্দোলনের কর্মী সমর্থক এবং নেতৃত্ব।।
অবস্থান বিক্ষোভের শেষে প্রতিনিধি দল পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন জমা দেন। তিনি মৌখিভাবে আশ্বাস দেন অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়ে নিয়ম মেনে কাজ এগিয়ে নিয়ে চলার।।
উপস্থিত ছিলেন,গার্গী চ্যাটার্জী,  সোমনাথ সরকার সুবীর মৌলিক, সৌমিত্র নাগ প্রমুখ

Your Opinion

We hate spam as much as you do