মজলিশপুর সহ গোটা শাসন এলাকাকে দিনের পর দিন আতঙ্কিত করে তুলছে এই হাসানুজ্জামান ওরফে মিঠু এবং সালালের দলবল।স্থানীয় সূত্রে এদিন এমনই অভিযোগ করা হয়। বোমা, গুলি, আগ্নেয়াস্ত্র উদ্ধারে এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শাসন থানার খড়িবাড়ি এলাকায়।অভিযোগের তীর শাসন থানার দিকে
উঃ ২৪ পরগনার শাসনে আগ্নেয়াস্ত্র, বোমা, গুলি উদ্ধার অভিযোগ দূষ্কৃতীদের পীঠস্থান হয়ে ওঠার
newscopes.in 15th july নিজস্ব সংবাদদাতা:বসিরহাট,১৫ জুলাই-ফের খবরের শিরোনামে উঠে এলো দুষ্কৃতীদের তীর্থক্ষেত্র শাসন।বোমা গুলির বিপুল সম্ভারে পরিপুষ্ট শাসন তা আরও একবার প্রমাণিত হলো বৃহস্পতিবার আগ্নেয়াস্ত্র, বোমা, গুলি উদ্ধারে।উদ্ধার করলো রাজ্য পুলিশের এস টি এফ।উদ্ধার হয়েছে ১০কেজি বোমা তৈরির বারুদ ও১৯ রাউন্ড গুলি।আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সেলিমআলি(২২), রিয়াজুল ইসলাম(২৪), মইনুদ্দিন মণ্ডল (৩০)। সেলিম, রিয়াজুল শাসন থানার মজলিশপুর এবং মইনুদ্দিন তেহাটার বাসিন্দা বলে জানা গিয়েছে।
অন্যদিকে ধৃত দুষ্কৃতীদের মূল পান্ডা তেহাটার সালাল আলি এবং মজলিশপুরের হাসানুজ্জামান ওরফে মিঠু পুলিশ আসার আগাম টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। জানা গেছে এদের রাজনৈতিক পরিচয় আছে। এরা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলে খবরে প্রকাশ । গত১৭এপ্রিল নির্বাচনের দিন এই মিঠু আই এস এফ কর্মী আবিদ হোসেনকে বেধড়ক মারধর করে।
মজলিশপুর সহ গোটা শাসন এলাকাকে দিনের পর দিন আতঙ্কিত করে তুলছে এই হাসানুজ্জামান ওরফে মিঠু এবং সালালের দলবল।স্থানীয় সূত্রে এদিন এমনই অভিযোগ করা হয়। বোমা, গুলি, আগ্নেয়াস্ত্র উদ্ধারে এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শাসন থানার খড়িবাড়ি এলাকায়।অভিযোগের তীর শাসন থানার দিকে। শাসন থানার বিরুদ্ধে অভিযোগ প্রত্যক্ষ মদতে শাসন দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিনত হয়েছে।
গত ১৭এপ্রিল বিধানসভা নির্বাচনের ঠিক দুদিন আগে মিতপুকুর হাসপাতালের কাছে বোমা তৈরি করতে গিয়ে মারা যায় দক্ষিণ ২৪পরগনার ভাঙড়ের বাসিন্দা বাচ্চু। পুলিশ বেমালুম সেই লাশ গায়েব করে দেয়।গত২৫শে জুন বালিপুরে বজবজিয়া শিশু শিক্ষা কেন্দ্রে গভীর রাতে বোমা বিস্ফোরণ হয়।ঘটনায় গুরুতর আহত হয় সাবির আলি,জাহাঙ্গীর আলি ও মিজান আলি। এরা কেউ তৃণমূলের স্থানীয় নেতার, পঞ্চায়েত প্রধানের ছেলে,নিকট আত্মীয় অথবা জামাই।এই ঘটনার এক মাস আগে পাকদা থেকে ৩০টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ঘটনার পরম্পরা বলে দিচ্ছে শাসনের সাধারণ মানুষ বোমা বারুদের স্তুপের উপরে বাস করছে।
ধৃত ৩ দুষ্কৃতীকে বৃহস্পতিবার পুলিশি হেফাজতে চেয়ে বারাসাত জেলা আদালতে পাঠানো হয়।
রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স সূত্রে জানা গিয়েছে শাসনের বিস্তীর্ণ এলাকায় আগ্নেয়াস্ত্র কারবারী দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে।সূত্র মারফত তারা এ খবরা পায়।সেইমতো এদিন শাসন থানার পুলিশের সহযোগিতা নিয়ে খড়িবাড়ি এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে রাজারহাট খড়িবাড়ি রোডের ধারে সেলিম আলি, রিয়াজুল ইসলাম, মইনুদ্দিন মন্ডল নামে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। পুলিশ তাদের কাছে তল্লাশি চালিয়ে ১০ কেজি বারুদ ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে। এসটিএফ এবং পুলিশ সূত্রে জানা যায় এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে এবং কাদের ইন্ধনে তারা এই আগ্নেয়াস্ত্রের কারবার করত সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আন্তঃরাজ্য আগ্নেয়াস্ত্র পাচারের সঙ্গে তাদের লিঙ্ক আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে স্পেশাল টাস্কফোর্সের তদন্তকারী আধিকারিকরা।
We hate spam as much as you do