ঘটনায় তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন বরাহনগর উপনির্বাচনে সিপিএমের প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তাঁর হুঁশিয়ারি, “তৃণমূলকে বুঝিয়ে দেব, এটা ২০১১-এর সিপিএম নয়, এটা ২০২৪-এর সিপিএম।” অন্যদিকে, সিপিএমের এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বরানগরে সিপিএমের কার্যালয়ে আগুন, এলাকায় ব্যাপক উত্তেজনা
23 এপ্রিল 2024
বরানগর বিধানসভার টবিন রোডে ১৮ নম্বর ওয়ার্ডে নোয়াপাড়ায় সিপিএম পার্টি অফিসে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। রাতের অন্ধকারে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। এই কার্যালয় একইসঙ্গে বরাহনগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তন্ময় ভট্টাচার্য এবং দমদম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তীর প্রচার সংযোগ কার্যালয়।
বড় কোনও দুর্ঘটনা ঘটার আগে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সিপিএম কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।সিপিএমের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই আগুন লাগিয়েছে। যদিও আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনায় তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন বরাহনগর উপনির্বাচনে সিপিএমের প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তাঁর হুঁশিয়ারি, “তৃণমূলকে বুঝিয়ে দেব, এটা ২০১১-এর সিপিএম নয়, এটা ২০২৪-এর সিপিএম।” অন্যদিকে, সিপিএমের এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
We hate spam as much as you do