Tranding

12:16 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / পি.এন.দাস কলেজ উদ‍্যোক্তা আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-২৫ সাফল‍্যের সাথে অনুষ্ঠিত

পি.এন.দাস কলেজ উদ‍্যোক্তা আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-২৫ সাফল‍্যের সাথে অনুষ্ঠিত

লং জাম্প, হাই জাম্প, শট পুট, জ্যাভলিন থ্রো এবং দৌড় মিলিয়ে মোট দশটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। সামগ্রিকভাবে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় শ্রী চৈতন্য মহাবিদ্যালয় এবং মেয়েদের বিভাগেও চ্যাম্পিয়ন হয় শ্রী চৈতন্য মহাবিদ্যালয়।

পি.এন.দাস কলেজ উদ‍্যোক্তা আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-২৫ সাফল‍্যের সাথে অনুষ্ঠিত

পি.এন.দাস কলেজ উদ‍্যোক্তা আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-২৫ সাফল‍্যের সাথে অনুষ্ঠিত

 

 ৬ ফেব্রুয়ারি ২০২৫

 রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর অনুমোদিত আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ইছাপুর মেটাল স্পোর্টস কমপ্লেক্সের মাঠে। মোট ২৩ টি কলেজ অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করে।


 লং জাম্প, হাই জাম্প, শট পুট, জ্যাভলিন থ্রো এবং দৌড় মিলিয়ে মোট দশটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। সামগ্রিকভাবে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় শ্রী চৈতন্য মহাবিদ্যালয় এবং মেয়েদের বিভাগেও চ্যাম্পিয়ন হয় শ্রী চৈতন্য মহাবিদ্যালয়। 

সামগ্রিকভাবে পুরুষ বিভাগে রানার্স আপ হয় পি.এন. দাস কলেজ এবং সামগ্রিকভাবে মেয়েদের বিভাগে রানার্স আপ হয় এ.পি.সি কলেজ। পুরুষ বিভাগে ব্যক্তিগত ভাবে চ্যাম্পিয়ন হয় শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ের অরিজিৎ পাল এবং মেয়েদের বিভাগে ব্যক্তিগতভাবে চ্যাম্পিয়ন হয় শ্রীচৈতন্য কলেজের নেহা পারভিন।

গত ৪ঠা ফেব্রুয়ারি ব্যারাকপুর রয়েল পার্কে সকাল ন'টার সময় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর সুরেন বন্দ্যোপাধ্যায় এই ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়ার বিধায়ক শ্রীমতি মঞ্জু বসু। এবং ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় উত্তম দাস। 
 

Your Opinion

We hate spam as much as you do