অভিযুক্ত রেজাউল মন্ডল ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ওয়ারিশান সার্টিফিকেট স্বাক্ষর প্যাড জাল করে বাদুড়িয়া বিএলআরও অফিস থেকে জমির মিউটেশন করিয়ে দিয়েছেন।১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল মন্ডলকে জাল ওয়ারেশন ও কাউন্সিলরের স্বাক্ষর নকল করে জমির মিউটেশন করিয়ে তাকে হুমকি দিচ্ছিল অভিযুক্ত নজরুল মন্ডল।
কাউন্সিলরের স্বাক্ষর জাল করে শ্রীঘরে যুবক।
বাদুড়িয়া:কাউন্সিলরের প্যাড ও সই জাল করে শ্রীঘরে যুবক। আর যাঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনাটি ঘটেছে বাদুড়িয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে। বাদুড়িয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফেরদৌসী বিবির প্রদান করা প্যাড এবং ওয়ারিশান সার্টিফিকেট ওর স্বাক্ষর জাল করে গ্রেপ্তার পুলিশের জালে গ্রেপ্তার রেজাউল মন্ডল নামে এক প্রতারক। অভিযুক্ত রেজাউল মন্ডল ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ওয়ারিশান সার্টিফিকেট স্বাক্ষর প্যাড জাল করে বাদুড়িয়া বিএলআরও অফিস থেকে জমির মিউটেশন করিয়ে দিয়েছেন।১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল মন্ডলকে জাল ওয়ারেশন ও কাউন্সিলরের স্বাক্ষর নকল করে জমির মিউটেশন করিয়ে তাকে হুমকি দিচ্ছিল অভিযুক্ত নজরুল মন্ডল। তিনি বিষয়টি বাদুড়িয়ার বিএলআরও এবং কাউন্সিলরকে বিষয়টি জানান। কাউন্সিলের অভিযোগের ভিত্তিতে নজরুল মন্ডলকে গ্রেফতার করে বসিরহাট বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন সারা রাজ্য জুড়ে টেট দুর্নীতির জাল আইপিএস, জাল ডাক্তার থেকে শুরু করে দুর্নীতিতে ছেয়ে গেছে। তার জন্য তৃণমূল নেতারা দায়ী। কাউন্সিলরের স্বাক্ষর জাল করার পিছনে কাউন্সিলরের পাশাপাশি তৃণমূলের একাংশের মদদ রয়েছে। ঘটনার নিন্দা করি। বাদুড়িয়ার বিএলআরও বিষয়টি নিয়ে বলেন থানায় অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গ্রেফতার হয়েছে। আইন আইনের পথে হাঁটবে। পাশাপাশি পৌর প্রশাসক নির্দেশ ছড়া আর কোন কাউন্সিলরের ওয়ারিশান সার্টিফিকেট বি এল আর অফিসের গ্রহণ করা হবে না।
We hate spam as much as you do