প্রচারের অন্যতম অঙ্গ ছিল, বিজ্ঞান চেতনা প্রসার ও পরিবেশ রক্ষার বার্তা সম্বলিত সুসজ্জিত tableau. এরপর স্থানীয় ভগবতী বালিকা বিদ্যালয়ে, হাতে কলমে বিজ্ঞানের একটি অনুষ্ঠান করা হয়। বিভিন্ন শ্রেণীর ছাত্রীরা তাতে উৎসাহের সাথে অংশগ্রহণ করে। পুরো বিদ্যালয়ে এই অনুষ্ঠান ব্যাপক সাড়া ফেলে দেয়।
বিধাননগরে কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞান মঞ্চের প্রতিবাদে ছাত্রছাত্রীরা
27Jan 2024
সারা ভারত বিজ্ঞান প্রসার অভিযানের অঙ্গ হিসেবে, আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, বিধাননগর কেন্দ্রের উদ্যোগে, ১৩নম্বর ট্যাংক, ফাল্গুনী বাজার, GSI বাজার ও ২০৬ বাস স্ট্যান্ড সহ বিধান নগরের বিভিন্ন জায়গায়, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে জোরালো প্রচার করা হয়। প্রতিবাদ জানানো হয় রাষ্ট্র যন্ত্রের বিজ্ঞান চেতনায় প্রতিবন্ধকতা সৃষ্টির এবং সিলেবাস থেকে ডারউইন তত্ত্ব, পর্যায় সারণী, পিথাগোরাস থিওরেম, quadratic equation, প্রজনন বাদ দেওয়ার তীব্র প্রতিবাদ জানানো হয়। এর সাথে সাথে সংশ্লিষ্ট বিষয় সংক্রান্ত লিফলেট ও বিলি করা হয়। প্রচারের অন্যতম অঙ্গ ছিল, বিজ্ঞান চেতনা প্রসার ও পরিবেশ রক্ষার বার্তা সম্বলিত সুসজ্জিত tableau. এরপর স্থানীয় ভগবতী বালিকা বিদ্যালয়ে, হাতে কলমে বিজ্ঞানের একটি অনুষ্ঠান করা হয়। বিভিন্ন শ্রেণীর ছাত্রীরা তাতে উৎসাহের সাথে অংশগ্রহণ করে। পুরো বিদ্যালয়ে এই অনুষ্ঠান ব্যাপক সাড়া ফেলে দেয়।
আগামীকাল বিজ্ঞান প্রসার অভিযানের সমাপ্তি হিসেবে রানী রাসমণি রোডে দুপুর ১২ টায় জমায়েত। সেই জমায়েতে দলে দলে যোগদানের আবেদন জানানো হয়।
We hate spam as much as you do