Tranding

01:16 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / প্রতিরক্ষা শিল্পে দেশজুড়ে কর্পোরেটাইজেসনের বিরুদ্ধে বাম বিক্ষোভ ইছাপুরে।

প্রতিরক্ষা শিল্পে দেশজুড়ে কর্পোরেটাইজেসনের বিরুদ্ধে বাম বিক্ষোভ ইছাপুরে।

আমাদের সরকার একদিকে স্বনির্ভরতার কথা বলে অন্যদিকে  সাতটা কর্পোরেশনের মাধ্যমে প্রতিরক্ষা শিল্প কর্পোরেটের হাতে তুলে দিতে চাইছে। বিমানবাবু বলেন যারা এর প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ হবে। তবুও ডিফেন্সের কর্মচারীরা এই প্রতিবাদ করতে প্রস্তত। প্রতিবাদ করার অধিকার কেড়ে নেওয়া চলবে না।

প্রতিরক্ষা শিল্পে দেশজুড়ে কর্পোরেটাইজেসনের বিরুদ্ধে বাম বিক্ষোভ ইছাপুরে।

প্রতিরক্ষা শিল্পে দেশজুড়ে কর্পোরেটাইজেসনের বিরুদ্ধে বাম বিক্ষোভ ইছাপুরে।

সারাদেশে সহ আমাদের রাজ্যে সামরিক দপ্তর এর অর্ডিন্যান্স ফ্যাক্টরি মেটাল ফ্যাক্টরি ইছাপুর মেটাল ফ্যাক্টরি আছে  ৪১ টি আমাদের রাজ্যে এর মধ্যে আমাদের রাজ্যে আছে চারটি অর্ডিন্যান্স ফ্যাক্টরি ইছাপুর মেটাল কেন্দ্র সরকার এইগুলোকে কর্পোরেশন করে। তারপর কর্পোরেটের হাতে বিক্রি করে দেয়ার চক্রান্তের প্রতিবাদে উত্তর ২৪ পরগনা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে আজ বিকেলে ইছাপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি গেটের সামনে এক বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে এই বিক্ষোভ কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। বিমানবাবু তার ভাষনে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করেন। তিনি রাশিয়ার উদাহরন দিয়ে বলেন সেখানে সমাজতন্ত্র রাজনৈতিকভাবে সরে গেলেও inter continental balastic mysile এর মতো যুগান্তকারী সব সমরাস্ত্রের উৎপাদনের ভার এখনো সরকারের হাতেই আছে। সেকথা তিনি সামরিক অস্ত্র নিয়ে আলোচনায় বাইডেনকে বলেন নি। এটাই উচিত। আর আমাদের সরকার একদিকে স্বনির্ভরতার কথা বলে অন্যদিকে  সাতটা কর্পোরেশনের মাধ্যমে প্রতিরক্ষা শিল্প কর্পোরেটের হাতে তুলে দিতে চাইছে। বিমানবাবু বলেন যারা এর প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ হবে। তবুও ডিফেন্সের কর্মচারীরা এই প্রতিবাদ করতে প্রস্তত। প্রতিবাদ করার অধিকার কেড়ে নেওয়া চলবে না।

 এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি নেপালদেব ভট্টাচার্য উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সি আই টি ইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি   সুভাষ মুখার্জি সিপিআই রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় সি আই টি ইউ উত্তর২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক গার্গী চ্যাটার্জী ও আর এস পি নারায়ন পাল।  এলাকার মানুষ সহ অর্ডিন্যান্স ফ্যাক্টরি মেটাল ফ্যাক্টরি কর্মচারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং রাস্তার দু'পাশে পোস্টার হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখায়।।

Your Opinion

We hate spam as much as you do