Tranding

12:17 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / নোয়াপাড়া বিধানসভা অঞ্চলে বোমাবাজি

নোয়াপাড়া বিধানসভা অঞ্চলে বোমাবাজি

উত্তর ২৪পরগনার জগদ্দল থানা এলাকার নোয়াপাড়া বিধানসভা অঞ্চলে গত ২৬শে এপ্রিল রাতে ব্যাপক বোমাবাজি হয়। এই অঞ্চলের গুরুত্বপূর্ণ রাস্তা ফিডাররোডে রাত সাড়ে এগারোটার সময় মুখ ঢাকা অবস্থায় মোটর বাইকে করে একদল আসে এবং ফিডাররোড পাশ্ববর্তী অঞ্জনগড় , গাঙ্গুলীপাড়া অঞ্চলে বোমার শব্দে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

নোয়াপাড়া বিধানসভা অঞ্চলে বোমাবাজি

নোয়াপাড়া বিধানসভা অঞ্চলে বোমাবাজি

উত্তর ২৪পরগনার জগদ্দল থানা এলাকার নোয়াপাড়া বিধানসভা অঞ্চলে গত ২৬শে এপ্রিল রাতে ব্যাপক বোমাবাজি হয়। এই অঞ্চলের গুরুত্বপূর্ণ রাস্তা ফিডাররোডে রাত সাড়ে এগারোটার সময় মুখ ঢাকা অবস্থায় মোটর বাইকে করে একদল আসে এবং ফিডাররোড পাশ্ববর্তী অঞ্জনগড় , গাঙ্গুলীপাড়া অঞ্চলে বোমার শব্দে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। নির্বাচনের পর  এই বোমাবাজি কারা করল তাই নিয়ে ধোঁয়াশা । তবে সুত্রের খবর এতে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বই কারন । তৃণমূল ছাত্র পরিষদের দুই আঞ্চলিক নেতা পরস্পরের বিরুদ্ধে বিজেপির সাথে যোগাযোগের অভিযোগ করে।
 এর মধ্যে পরদিন রাতে ঐ ফিডাররোডে তৃণমূল কর্মীদের সাথে কিছু যুবকের  রাস্তার উপর বচসার কারনে , টহল দেওয়া পুলিশ বাহিনী সেই তৃণমূল কর্মীকে থানায় নিয়ে যায়। 
নির্বাচনের পর বারাকপুর লোকসভার বিভিন্ন অঞ্চল উত্তপ্ত হয়ে ওঠার খবর পাওয়া যাচ্ছে ।

Your Opinion

We hate spam as much as you do