Tranding

01:17 PM - 01 Dec 2025

Home / North 24 Parganas / ঐতিহাসিক তেভাগা আন্দোলনের ৭৫বছর উদযাপিত বসিরহাটে সুসজ্জিত মিছিল

ঐতিহাসিক তেভাগা আন্দোলনের ৭৫বছর উদযাপিত বসিরহাটে সুসজ্জিত মিছিল

ধামসা মাদলের তালে তালে আদিবাসী মহিলা পুরুষ এই মিছিলে সামিল হয়।মিছিলে অংশ নেন সি পি আই রাজ্য ও জেলা পরিষদের নেতৃবৃন্দ। দৃপ্ত মিছিল ইটিন্ডা রোড ধরে এগিয়ে যায় রেজিস্ট্রি অফিস মোড়ের দিকে

ঐতিহাসিক তেভাগা আন্দোলনের ৭৫বছর উদযাপিত বসিরহাটে সুসজ্জিত মিছিল

ঐতিহাসিক তেভাগা আন্দোলনের ৭৫বছর উদযাপিত বসিরহাটে সুসজ্জিত মিছিল

 

বসিরহাটে তেভাগা আন্দোলনের ৭৫বছর উদযাপিত হয় সারাভারত কৃষকসভা উত্তর২৪পরগনা জেলা পরিষদের উদ্যোগে।ভারতীয় ক্ষেতমজুর ইউনিয়ন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ ও অন্যান্য গণসংগঠনের সহযোগিতায় গতকাল বিকালে বসিরহাট বোটঘাটে এক সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশ উপলক্ষে বসিরহাটের টাউনহল ময়দান থেকে বর্ণাঢ্য মিছিল হয়।মিছিলে লাঙ্গল কাঁধে নিয়ে কৃষক, ক্ষেতমজুর,গ্রামীণ শ্রমজীবি মানুষ অংশ নেয়।

 

ধামসা মাদলের তালে তালে আদিবাসী মহিলা পুরুষ এই মিছিলে সামিল হয়।মিছিলে অংশ নেন সি পি আই রাজ্য ও জেলা পরিষদের নেতৃবৃন্দ। দৃপ্ত মিছিল ইটিন্ডা রোড ধরে এগিয়ে যায় রেজিস্ট্রি অফিস মোড়ের দিকে।এস এন মজুমদার রোড ধরে দীর্ঘ মিছিল সূর্যকান্ত উদ্যান,  রবীন্দ্রভবন,বসিরহাট উপ সংশোধনাগার পেরিয়ে ইছামতী সেতু সংলগ্ন বোটঘাটে এসে শেষ হয়।


সেখানে সমাবেশে সভাপতিত্ব করেন বর্ষীয়ান কৃষক নেতা নির্মল গাইন।দিল্লির কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তেভাগা আন্দোলনকে স্মরণ করে বক্তব্য রাখেন সি পি আই পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের সম্পাদক স্বপন ব্যানার্জি,জেলা সম্পাদক শৈবাল ঘোষ,অজিত ব্যানার্জি, রঞ্জিত কর্মকার,প্রাক্তন বিধায়ক আনন্দময় মণ্ডল, নজরুল ইসলাম ও মহিলা নেত্রী তথা উত্তর২৪পরগনা জেলা পরিষদের প্রাক্তন সহ সভাধিপতি ভ্রান্তি অধিকারী।উপস্থিত ছিলেন এ আই টি ইউ সি নেতা কুমারেশ কুন্ডু।সমাবেশে স্বপন ব্যানার্জি শুরুতে তেভাগা আন্দোলনের গৌরবময় ইতিহাস তুলে ধরেন এবং তার বিস্তারিত ব্যাখ্যা করেন।

 

সেই সাথে দিল্লিতে দীর্ঘ প্রায় একবছর ধরে সংযুক্ত কিষান মোর্চার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কেন্দ্রীয় সরকার এবং এই রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন।সরকার যায়, সরকার আসে।স্বাধীনতার ৭৫বছর পেরিয়ে কৃষি,কৃষক যে তিমিরে ছিল সেই তিমিরেই পড়ে আছে। কৃষকের ফসলের ন্যায্য দাম আর মেলে না।তিনি আহ্বান জানান দিল্লির কৃষক আন্দোলন এবং তেভাগা আন্দোলন থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রের মোদি সরকার ও রাজ্যের মমতার সরকারের অত্যাচার, বঞ্চনা, অপশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে রাস্তাই একমাত্র রাস্তা।


আদিবাসী সঙ্গীতের মধ্যে দিয়ে সমাবেশের কাজ শেষ হয়।সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন সি পি আই নেতা প্রাক্তন অধ্যাপক খগেন্দ্রনাথ অধিকারী।সমাবেশের শুরুতে লাঙল কাঁধে নিয়ে পল্লীগীতি শোনান মাখালগাছার কৃষক হবিবর মণ্ডল।

Your Opinion

We hate spam as much as you do