Tranding

11:22 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / স্কুল চলাকালীণ লাগোয়া মাঠে সাংসদের উপস্থিতিতে রীতিমত ডিজে বাজিয়ে চলল তৃনমূলের 'পিকনিক মিটিং'।

স্কুল চলাকালীণ লাগোয়া মাঠে সাংসদের উপস্থিতিতে রীতিমত ডিজে বাজিয়ে চলল তৃনমূলের 'পিকনিক মিটিং'।

সকাল থেকেই শুরু হয়েছিল মাইকের দাপট, যা  রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হয়ে অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেছিল তৃণমূলের নির্বাচনী প্রচার 'খেলা হবে'র  ডিজে

স্কুল চলাকালীণ  লাগোয়া মাঠে সাংসদের উপস্থিতিতে রীতিমত ডিজে বাজিয়ে চলল তৃনমূলের 'পিকনিক মিটিং'।


স্কুল চলাকালীণ  লাগোয়া মাঠে সাংসদের উপস্থিতিতে রীতিমত ডিজে বাজিয়ে চলল তৃনমূলের 'পিকনিক মিটিং'। 
লেনিনগড় শিক্ষানিকেতন হাইস্কুল উত্তর ২৪ পরগণার বিলকান্দা-২ পঞ্চায়েত এলাকার একমাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। অতিমারির কারনে দীর্ঘ কাল বন্ধ থাকার পর গত ১২ ফেব্রুয়ারি কেবলমাত্র নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে খুলেছে রাজ্যের স্কুল গুলি। বিশেষত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সিলেবাস শেষ করতে এখন মরিয়া শিক্ষক শিক্ষিকারা। এমন পরিস্থিতিতে লেনিনগড় স্কুলের সামনের মাঠে শাসক দল আজ আয়োজন করেছিল অভিনব পিকনিকের। এলাকার মানুষদের একটা অংশ এই পিকনিকে যোগ দেন।  এজন্য বাড়িবাড়ি কুপন বিলি করা হয়েছিল ।  
 সকাল থেকেই শুরু হয়েছিল মাইকের দাপট, যা  রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হয়ে অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেছিল তৃণমূলের নির্বাচনী প্রচার 'খেলা হবে'র  ডিজে। মাঝেমাঝে চলেছে নানা নেতাদের  ভাষণ। এর মধ্যেই অন্যান্য নেতাদের সাথে আসেন ও বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ সৌগত রায়।  অধ্যাপক সাংসদ বা এলাকার আরেক নেতা এবং ওই স্কুলেরই শাসক দল মনোনীত সভাপতি , তুমুল হৈ হল্লার মধ্যে স্কুলে ক্লাস নেওয়ার অসুবিধার কথা মাথায় রাখেননি বলে অভিযোগ। প্রসঙ্গত উল্লেখ্য যে ১১ ফেব্রুয়ারি বাম ছাত্র-যুবদের নবা।   । পুলিশি 'আক্রমণে'র প্রতিবাদে ১২ তারিখ বামেরা বাংলা বন্ধ ডাকায় এতদিন পর স্কুল খোলার দিনেই বন্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সৌগত বাবুরাই।

Your Opinion

We hate spam as much as you do