Tranding

11:24 AM - 01 Dec 2025

Home / North 24 Parganas / ভাটপাড়ায় আবার গোলগুলি। আটক ১ জমির দালালি নিয়ে গোলমাল

ভাটপাড়ায় আবার গোলগুলি। আটক ১ জমির দালালি নিয়ে গোলমাল

পুজো মিটতেই ফের অশান্ত হয়ে ওঠে ভাটপাড়া। সোমবার সন্ধ্যায় ভাটপাড়ায় গুলি চালনার অভিযোগ ওঠে। জানা যাচ্ছে, গৌরব প্রসাদ নামে ওই ব্যক্তি হেঁটেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। শোনা যাচ্ছে দুষ্কৃতীরা বাইকে এসেছিল। গৌরবের খুব কাছ ঘেঁষে বাইক দাঁড় করায়। কিছু বুঝে ওঠার আগেই খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

ভাটপাড়ায় আবার গোলগুলি। আটক ১ জমির দালালি নিয়ে গোলমাল

ভাটপাড়ায় আবার গোলগুলি। আটক ১ জমির দালালি নিয়ে গোলমাল 
 

Oct 19, 2022 


 উত্তর ২৪ পরগনায় ভাটাপাড়ায় ৭ নং ওয়ার্ডের মঙ্গলবার গুলিচালনার ঘটনা ঘটে। গৌরব প্রসাদ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। মঙ্গলবার রাতেই আটক করা হয়েছে এক জনকে। ভাটাপাড়া থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ সূত্রে খবর, জমির দালালি নিয়েই ঝামেলার জেরেই এই গুলির ঘটনা। আহত গৌরব প্রসাদেরও শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। পুলিশ তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে। মঙ্গলবার প্রাথমিক চিকিৎসার পর গভীর রাতে গৌরব প্রসাদকে ছেড়ে দেন চিকিৎসকরা।


পুজো মিটতেই ফের অশান্ত হয়ে ওঠে ভাটপাড়া। সোমবার সন্ধ্যায় ভাটপাড়ায় গুলি চালনার অভিযোগ ওঠে। জানা যাচ্ছে, গৌরব প্রসাদ নামে ওই ব্যক্তি হেঁটেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। শোনা যাচ্ছে  দুষ্কৃতীরা বাইকে এসেছিল। গৌরবের খুব কাছ ঘেঁষে বাইক দাঁড় করায়। কিছু বুঝে ওঠার আগেই খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কোমরের ডান দিকে গুলি লাগে ব‍্যাক্তির ।


রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন গৌরব। গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। পুলিশ তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক জনকে আটক করেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছ, জমি সংক্রান্ত দালালি নিয়ে কোনও বচসার জেরে গৌরবকে গুলি করা হয়েছে।


এদিন ঘটনার খবর জানতে পেরে হাসপাতালে আহত ব্যক্তিকে দেখতে যান জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম।  তিনি বলেন, “কিছু লোক ভাটপাড়াকে শান্ত থাকতে দেবে না। পুজো শেষ হতেই ভাটপাড়াকে অশান্ত করার চেষ্টা করছে তারা। তারা সব সময় সক্রিয়। আমাদেরই দলের কর্মীর ওপর গুলি। একটুর জোরে বেঁচে গিয়েছে।”

Your Opinion

We hate spam as much as you do