বাংলাদেশী নিয়ে আজ বিজেপি যে রাজনীতি করছে তার সুযোগ মমতাই দিয়েছেন। তিনি সংসদে থাকাকালীন তালিকা ছোঁড়েন। গোটা দেশে কেউ বাংলা ভাষায় কথা বললেই তাকে বিদেশী বলা হচ্ছে। এ এক অদ্ভুত পরিস্থিতি।
"মমতাই ভোটার লিস্ট ছুঁড়ে দেন লোকসভার কক্ষে" বনগাঁয় ক্ষেতমজুর সংগঠনের জেলা সম্মেলনে সেলিম
নভেম্বর ১৭, ২০২২
সারা দেশ জুড়ে সম্মেলনের আয়োজন করছে বামপন্থী ক্ষেতমজুর সংগঠন। এবার সম্মেলনের আয়োজন হল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে। সম্মেলনের মধ্য দিয়ে কর্মীদের মুখে উঠে আসে মানুষের বিভিন্ন সমস্যার বিষয়। সেই নিয়ে দিনভর চলল সম্মেলন।
সংগঠনের কর্মীরা নিজেকে গরিবের সংগঠন বলে দাবি করে। এই বর্তমান বাজারে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে যার ফলে নাভিশ্বাস উঠছে আমজনতার। সেই কারণে এই সংগঠন মূল্যবৃদ্ধি সহ সরকারি চাকরির বিষয় সহ একাধিক বিষয় নিয়ে দাবি তুললেন। সম্মেলনের প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন মহঃ সেলিম। এছাড়া সিপিএম নেতা মৃণাল চক্রবর্তী , সিটুর জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জী, সারা ভারত কৃষক সভার সম্পাদক সেলিম গায়েন ক্ষেতমজুর সংগঠনের জেলা সম্পাদক নিরাপদ সর্দার
সহ অন্যান্য নেতৃত্ব।
বাংলাদেশী নিয়ে আজ বিজেপি যে রাজনীতি করছে তার সুযোগ মমতাই দিয়েছেন। তিনি সংসদে থাকাকালীন তালিকা ছোঁড়েন। গোটা দেশে কেউ বাংলা ভাষায় কথা বললেই তাকে বিদেশী বলা হচ্ছে। এ এক অদ্ভুত পরিস্থিতি।
সংগঠনের কর্মীরা এই সম্মেলনের দাবী মূল্যবৃদ্ধির বিরুদ্ধে । পাশাপাশি সরকারের ১০০ দিনের কাজ কখনোই বন্ধ করা যাবে না বলে আশ্বাস চেয়েছে। পাশাপাশি সরকারের কাছে দাবি আছে ১০০ দিনের কাজকে বাড়িয়ে ২০০ দিনের করতে হবে। এছাড়াও মানুষের মধ্যে ঐক্য বজায় রাখার ডাক দেয়। এমনকি সংগঠনের কর্মীরা দেশের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার দাবিও তোলে।
এপ্রসঙ্গে সংগঠনের কর্মী জানিয়েছেন, ' আমাদের এই সংগঠন হল গরিবের সংগঠন। সাধারণত বিভিন্ন সংগঠনের দেখা যায় নিজেদের সমস্যা মেটানোর জন্য একটা জায়গা তৈরি করে দেয়। এবার তাহলে গরিবরা কোথায় গিয়ে নিজেদের মত জানাবে। সংগঠনের মাধ্যমে নিজেদের সমস্যাগুলোকে মানুষের সামনে তুলে ধরে। এই ভাবে মানুষের পাশে দাড়িয়ে লড়াই করে যাবে এই সংগঠন'।
We hate spam as much as you do