ঝড়ের আগে প্রশাসনের তরফে মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তা সত্ত্বো ঝড়ের সময় বৃদ্ধা কেন বাড়িতে ছিলেন, সেই নিয়ে প্রশ্ন উঠেছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, ঝড়ের সময় তিনি নিজের বাড়িতে বসেই খাওয়াদাওয়া করছিলেন। হঠাৎই চালের ওপর গাছ ভেঙে পড়ে মৃত্যু হয় তাঁর।
এরাজ্যে রেনালের বলি ২ বাড়ির চালে গাছ ভেঙে নামখানায় বৃদ্ধার মৃত্যু,
May 27, 2024
ঘূর্ণিঝড় রেমালের দাপটে বাংলার বলি এক থেকে বেড়ে দুই। বাড়ির চালের ওপর গাছ ভেঙে পড়ে মৃত্যু নামখানার এক বৃদ্ধার।
মৃতা রেণুকা মন্ডল দক্ষিণ ২৪ পরগণার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের বাগডাঙা এলাকার বাসিন্দা ছিলেন। দক্ষিণ ২৪ পরগণার ওই অঞ্চলে সবথেকে বেশি ছিল ঘূর্ণিঝড়ের দাপট। প্রায় ১০০-১২০ কিলোমিটার বেগে বইছিল ঝোড়ো হাওয়া।
ঝড়ের আগে প্রশাসনের তরফে মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তা সত্ত্বো ঝড়ের সময় বৃদ্ধা কেন বাড়িতে ছিলেন, সেই নিয়ে প্রশ্ন উঠেছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, ঝড়ের সময় তিনি নিজের বাড়িতে বসেই খাওয়াদাওয়া করছিলেন। হঠাৎই চালের ওপর গাছ ভেঙে পড়ে মৃত্যু হয় তাঁর।
দক্ষিণ ২৪ পরগণার বহু এলাকায় গাছ পড়ে রাস্তা বন্ধ ছিল সোমবার সকালে। বেলা সামান্য বাড়লে উপড়ে পড়া গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়েছে।
অন্যদিকে রবিবার রাতে রেমালের ল্যান্ডফলের পরেই এন্টালি এলাকায় মহম্মদ সাজিদ নামের এক প্রৌঢ়ের মৃত্যু হয়।
We hate spam as much as you do